নিউজদেশ

১ এপ্রিল বদলানো যাবে না ২০০০ টাকার নোট, বড় আপডেট দিল RBI

গত ৭ অক্টোবর ২০২৩ ছিল ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার শেষ দিন

Advertisement

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০২০ সালের ৮ নভেম্বর ২০০০ টাকার নোটটিকে চলন থেকে বাদ দেওয়ার ঘোষণা করে দেয়। সেই ঘোষণার পর থেকেই মানুষ ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংকে গিয়ে নোটগুলো এক্সচেঞ্জ করে নেয়। তবে, এখনও অনেকের কাছেই ২০০০ টাকার নোট রয়ে গেছে। তাদের জন্য বড় খবর দিয়েছে RBI। আগামী ১ এপ্রিল এই ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করা যাবে না। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, ২০২৪ সালের ১ এপ্রিল (সোমবার) ২০০০ টাকার নোট জমা বা বদল করা যাবে না। কারণ, ওই দিন বার্ষিক লেনদেনের শেষ দিন। পরের দিন ২ এপ্রিল থেকে আবার চালু হবে পরিষেবা। ২০২৪ সালের ১ এপ্রিল আরবিআই-এর ১৯টি দফতরে ২০০০ টাকার নোট জমা বা বদল করা যাবে না।

আসলে বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে ২০০০ টাকার নোট। গত ৭ অক্টোবর ২০২৩ ছিল ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার শেষ দিন। এরপর ৭ অক্টোবরের পর যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে, তারা সরাসরি আরবিআই-এর ১৯টি দফতরে নিয়ে যেতে পারবেন। তবে এক বারে ২০ হাজার টাকার বেশি ২০০০ টাকার নোট জমা নেওয়া হবে না। এর পাশাপাশি ডাকযোগেও গোলাপি নোট আরবিআই-এর অফিসে পাঠানো যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথম চালু করা হয়েছিল গোলাপি নোট।

Related Articles

Back to top button