ব্যাংকে গিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না, নতুন পদ্ধতিতে শুরু কাজ
২৫শে মার্চ লকডাউন জারি হওয়ার পর প্রথমদিকে বন্ধ ছিল সমস্ত ব্যাংক। কিন্তু তারপর নানারকম শর্ত মেনে খোলা হয় ব্যাংকের শাখা। বর্তমানে সমস্ত ব্যাংকের সব শাখাই খোলা। কিন্তু এমন অনেকেই আছেন যারা ব্যাংকে যেতে পারছেন না। তাদের জন্য নতুন পরিষেবা আনলো হরিয়ানা সরকার। হরিয়ানায় এবার থেকে ব্যাংকের স্লট বুক করা যাবে। বাড়িতে বসেই বুক করা যাবে ব্যাংকের নির্দিষ্ট স্লট। গ্রাহকরা বাড়িতে বসেই ব্যাংকের স্লট বুক করে পোস্টাল ব্যাংক সার্ভিসের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। নতুন এই পরিষেবার জন্য হরিয়ানা সরকার স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। নতুন এই ব্যবস্থাটি কি জেনে নিন।
একটি জনপ্রিয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, হরিয়ানায় এবার থেকে বাড়িতে বসেই বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা তাদের নির্দিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবে। তারজন্য গ্রাহকদের ব্যাংকের একটি টাইম স্লট বুক করতে হবে। টাইম স্লট বুকিংয়ের জন্য প্রথমে https://bankslot.haryana.gov.in সাইটে লগ ইন করতে হবে। সেখানে Book Your Bank slot today অপশনে ক্লিক করে ব্রাঞ্চের IFSC কোড দিতে হবে। IFSC কোড দিয়ে ভেরিফাই করানোর পর টাইম স্লট বুকিং হয়ে যাবে। টাইম স্লট বুকিংয়ের পর আপনি স্ট্যাটাসও দেখতে পাবেন, এর জন্য গ্রাহকদের নাম এবং ফোন নম্বর দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করলেই দেখা যাবে আপনার স্লট বুকিং হয়েছে কিনা।
পোস্টাল ব্যাংক সার্ভিসের মাধ্যমে বাড়িতেই টাকা পেতে গ্রাহককে প্রথমে https://bankslot.haryana.gov.in সাইটে লগইন করতে হবে। এরপর সাইটে Cash Delivery at home Postal Bank Service অপশনে ক্লিক করুন। এরপর নির্দিষ্ট জায়গায় নাম, মোবাইল নম্বর, অ্যামাউন্ট, জেলা, শহর, পিন কোড ও বাড়ির ঠিকানা দিলেই হয়ে যাবে। এই পদ্ধতিতে কমপক্ষে ১০০০ টাকা তুলতে হবে এবং সর্বাধিক ১০,০০০ টাকা তোলা যাবে।