Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shreema Bhattacherjee: মহালয়ার প্রাক্কালে ব্রহ্মাণি রূপে শ্রীমা! অভিনেত্রীর স্নিগ্ধ রুপে মুগ্ধ নেটিজেনরা

Updated :  Tuesday, October 5, 2021 1:23 AM

শ্রীমা ভট্টাচার্য টেলিপাড়ার অতি পরিচিত মুখ। এলাধিক ধারাবাহিকে মূখ্য চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রীকে চলতি বছর জানুয়ারিতে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ শেষ বার দেখা গিয়েছে। এই ধারাবাহিকে অভিনয় করে শ্রীমার অভিনয় বেশ প্রশংসা করেন দর্শক। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর এখনও ছোটপর্দায় দেখা যায়নি শ্রীমাকে। তবে একের পর এক ফটোশ্যুট দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অনুগামী সংখ্যা নেহাত কম নয়। তাঁরাও অপেক্ষা করে থাকেন অভিনেত্রীর নতুন পোস্ট দেখবে বলে।

দুর্গা পুজোর আর বেশি দেরী নেই! বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গোৎসব। আর তাই মহালয়ার ঠিক প্রাক্কালে প্রতিটি অভিনেতা অভিনেত্রী নিজেদের পুজো স্পেশ্যাল ফোটোশ্যুটের ছবি শেয়ার করছেন। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ব্যতিক্রম নন। তিনিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে উঠে এলেন ‘ব্রহ্মাণি’র আদলে! অভিনেত্রীর এই স্নিগ্ধময়ী রুপ দেখে অনুগামীরাও বেশ খুশি। এদিন দেখা গেল গোলাপী রঙের শাড়ি পরিহিত, গায়ে সোনার গহনা,, মাথার সিঁথিতে সিদুঁর, কোকড়া চুল, চোখে-মুখে এক আলাদাই স্নিগ্ধতা! অভিনেত্রীর এই ছবি দেখে অবাক হলেন অনেকেই। 

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীমা ক্যপাশানে লিখেছেন, “ব্রহ্মানি”। ‘এই সমগ্র বিশ্বকে যিনি ধারণ করেছেন ,পালন করে চলেছেন তিনি দেবী আদ্যাশক্তি মহামায়া। পুজোর সূচনা হয় নবপত্রিকা স্থাপনের মাধ্যমে , যা কিন্তু আসলে প্রকৃতি পূজা। তাই আমরা সকলে মহামায়ার সেই শান্ত স্নিগ্ধ পরমা প্রকৃতি রূপ তুলে ধরার চেষ্টা করেছি। তাঁর সুপ্রতিষ্ঠিত নয়নযুগল মাতৃস্নেহে আচ্ছন্ন’। সোশ্যাল মিডিয়ায় সকলে শ্রীমাকে এই ব্রাহ্মনি লুক দেখে মুগ্ধ। অনুগামীরা অনেকেই কমেন্টে লিখেছেন শ্রীমার এই ছবি দেখে মনে আছে স্বয়ং মা দুর্গা বসে আছেন। নিমেষে ভাইরাক হয় এই ফটোসেশান।

উল্লেখ্য, এই বছর কালার্স বাংলায় মহালয়ার দিন ভোর ৫টায় ‘নবরূপে মহাদুর্গা’তেও দেখা যাবে শ্রীমা-কে কোয়েল মল্লিকের সঙ্গে। সেখানে মা দুর্গা আর এক রুপ ‘মহাগৌরী’ রূপে ধরা দেবেন। আর কোয়েল হবেন ‘মহা দুর্গা’। অন্য দিকে, জি বাংলার ‘আগমনীর আরাধনা’তে সঞ্চালিকা হিসেবে মহালয়ার আগের দিন সারা রাত ধরে সেই অনুষ্ঠান দেখানো হবে শ্রীমাকে। আর এরপর শ্রীমাকে দেখা যাবে ‘ব্রহ্মাণি’ রূপে।