Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোলাপি ড্রেসে শুভি শর্মাকে দেখে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, বন্ধ ঘরে রোম্যান্স দেখে লজ্জা পাবেন আপনিও

Updated :  Friday, December 1, 2023 6:06 PM

ডিজিটাল মাধ্যমে বিনোদন আজকাল টপ ট্রেন্ডি। টিভি বা রেডিওর ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। সেই জায়গায় জায়গা করে নিয়েছে ইউটিউব। এতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হয়ে থাকে। আজকাল ইউটিউব ট্রেন্ডিং তালিকায় উঁকি মারলেই দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। আর এই ভিডিও ইন্টারনেটে এলেই তাতে লাইক ও কমেন্ট করে ভরিয়ে দেন নেটিজেনরা। এই ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারাও আজকাল ব্যাপক জনপ্রিয় হয়ে যাচ্ছেন। জনপ্রিয় ভোজপুরি তারকাদের মধ্যে অন্যতম হলেন শুভ শর্মা এবং দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া।

ইন্টারনেট দুনিয়াতে নতুন কোনো ভোজপুরি মিউজিক ভিডিও এলেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ইউটিউবে। আসলে এই ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিও আপলোড হলেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। একটি ভোজপুরি মিউজিক ভিডিওতে ইউটিউবে ভিউ সংখ্যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। আর হবে নাই বা কেন। যেখানে একটি বলিউড মিউজিক ভিডিওতে মাত্র কয়েক মিলিয়ন ভিউ থাকে, সেখানে তার দ্বিগুণ বা তিন গুণ ভিউ পেয়ে থাকে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি।

বরাবর নীরাহুয়ার সাথে আম্রপালি দুবের জুটি ব্যাপক পছন্দ করেন নেট নাগরিকরা। তবে এবারের মিউজিক ভিডিওতে নীরাহুয়া স্ক্রিন ভাগ করে নিয়েছেন শুভি শর্মার সাথে। তাঁদের এই মিউজিক ভিডিওর নাম, ‘পালা মে লাগা কে কড়ি‘। এতে তারকা জুটির অসাধারণ ড্যান্স মন জয় করে নিয়েছে সকলের। তাঁদের রোমান্টিক কেমিস্ট্রি ব্যাপক পছন্দ করেছেন দর্শকরা। নিরহুয়া একটি বন্ধ ঘরে একটি ছোট পোশাকে অভিনেত্রীকে দেখে অনিয়ন্ত্রিত হয়ে যায়। নিরহুয়া এবং শুভি শর্মা কখনও সোফায়, কখনও বিছানায় শুয়ে রোমান্স শুরু করেন। ভোজপুরি সিনেমা ‘নিরাহুয়া হিন্দুস্তানি ৩‘ তে এই গান ব্যবহার করা হয়েছিল। এটি এমন একটি গান, যতবারই দেখুন না কেন মানুষের মন তৃপ্ত হয় না।