মাত্র ১১১ টাকা দিলেই পেয়ে যাবেন ১৫০০০ টাকার লোন, গুগলের এই সুবিধার ব্যাপারে জানুন বিস্তারিত
গুগল এই মুহূর্তে সারা বিশ্বের সবথেকে বড় আইটি কোম্পানিগুলির মধ্যে একটি
বিশ্বের সবথেকে বড় প্রযুক্তি সংস্থা google সর্বদা তাদের ব্যবহারকারীদের জন্য ভালো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় এবারে সাধারণ মানুষের ছোট ছোট চাহিদা মেটাতে পেমেন্ট অ্যাপ গুগল পে এবারে তাদের জন্য নিয়ে এসেছে একটা স্যাশে লোন। কোন ছোটখাটো জিনিস কেনার জন্য যদি আপনার টাকার কোন অসুবিধা থাকে তাহলে আপনি এই লোন গ্রহণ করতে পারেন। গুগলের এই নতুন অফারে ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। সব থেকে বড় বিষয়টি হল এর জন্য তাদেরকে কোন ব্যাংকে যেতে হবে না। গুগলের তরফ থেকেই এই লোন পাওয়া যাবে।
SACHET লোন হলো এক ধরনের ছোট এবং পূর্ব অনুমোদিত একটি ঋণ। এই ঋণের সময়কাল ৭ দিন থেকে ১২ মাস পর্যন্ত হতে পারে। এই লোন চালু করার পিছনে গুগলের মূল কারণ হলো, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করা। গুগল বলছে, ” আমরা প্রায়ই দেখেছি ছোট ব্যবসায়ীরা প্রায়শই ছোট ঋণ এবং সহজে পরিশোধের বিকল্প গ্রহণ করতে চান। সেই কারণেই DMI ফাইন্যান্স গ্রুপের সাথে একত্র হয়ে গুগল পে নিয়ে এসেছে এই বিশেষ SACHET লোন।” আপনি এর মাধ্যমে ১৫ হাজার টাকা ঋণ পেতে পারেন। ১১১ টাকার সহজ কিস্তিতে আপনি এই লোন পরিশোধ করতে পারেন।
গুগলের এই সুবিধাটি সেই সমস্ত ব্যবসায়ীদের জন্য উপকারী হবে যারা প্রতিদিন ব্যবসা করেন এবং প্রতিদিনের ভিত্তিতে লোন পরিশোধ করতে চান। এই লোন দেওয়ার জন্য গুগল ভারতের সবথেকে বড় চারটি ব্যাংকের সাথে যুক্ত হয়েছে। তালিকায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাংক ফেডারেল ব্যাংক এবং এইচডিএফসি ব্যাঙ্ক। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র টায়ার টু শহরে এই ঋণ পরিষেবা চালু করা হয়েছে। সব জায়গায় কিন্তু আপনি এই ঋণ পরিসেবা এখনই পাবেন না।
কিভাবে নেবেন ঋণ?
১. ঋণ গ্রহণের জন্য প্রথমে আপনাকে GOOGLE PAY FOR BUSINESS অ্যাপটি খুলতে হবে।
২. এরপরে লোন বিভাগে গিয়ে অফার ট্যাবে ক্লিক করতে হবে।
৩. ঋণের পরিমাণ লিখে এগিয়ে যান এবং তারপরে লেন্ডিং পার্টনারের সাইটে প্রবেশ করুন।
৪. সেখানে নিজের কেওয়াইসি পূরণ করে কিছু সহজ পদক্ষেপ পূরণ করেই আপনি নিজের একাউন্টে পেয়ে যাবেন ঋণ