Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

LIC-র এই স্কিম থেকে প্রতি মাসে ১৬ হাজার টাকা পেনশন পাবেন, বছরে জমা দিতে হবে এতো টাকা

Updated :  Tuesday, October 3, 2023 1:53 PM

এলআইসি কিংবা লাইফ ইন্সিওরেন্স সার্টিফিকেট যে কারোর কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই এলআইসির একাধিক নিরাপদ প্রকল্প রয়েছে, যা সুনিশ্চিত করে সাধারণের ভবিষ্যৎকে।‌ প্রতিটা মানুষই চায় তাদের ভবিষ্যৎ জীবন পরিবারের সাথে শান্তিতে কাটুক। আর এই শান্তির অন্যতম স্তম্ভ আর্থিক স্বচ্ছলতা। আর এই সূত্রেই ৩০-এর পর থেকেই সাধারণ মধ্যবিত্ত নিজেদের সন্তান ও পরিবারের কথা মাথায় রেখে ভবিষ্যতের চিন্তায় সঞ্চয় শুরু করে। আর এই পরিস্থিতিতে তাদের একটি নিরাপদ সঞ্চয়স্থল প্রয়োজন হয়। আর সেই নিরাপত্তা ১০০ শতাংশ দেয় এলআইসির প্রকল্পগুলি।

এলআইসির অন্যতম জনপ্রিয় নিরাপদ প্রকল্প হল ‘জীবন অক্ষয় নীতি’। এটি একক প্রিমিয়াম প্রকল্প। বছরে একবারই বিনিয়োগ করা যাবে এই প্রকল্পে। এই প্রকল্পের সুবিধা এতে কোন ব্যক্তি যত বেশি বিনিয়োগ করবেন, বয়সকালে তার থেকে তত বেশি পেনশন ভোগ করবেন। এই প্রকল্পে বিনিয়োগকারীর বয়স কমপক্ষে ৩০ বছর হতেই হবে। নূন্যতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেই হবে এই ‘জীবন অক্ষয় নীতি’ প্রকল্পে। আর এই প্রকল্পে অর্থ বিনিয়োগ যে বেশ সহায়তা করবে সাধারণ মধ্যবিত্তকে, সেকথা আর আলাদাভাবে বলার নয়।

যদি কোন ব্যক্তি ৩০ বছর থেকে শুরু করে ৩৫ লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করে থাকেন তবে বয়সকালে এই প্রকল্প থেকে মাসে ১৬,৪৭৯ টাকা করে আয় করবেন। অর্থাৎ ৬ মাসে বিনিয়োগকারী ব্যক্তি পেনশন হিসাবে মোট পাবেন ১,২০,০৭৫ টাকা। আর গোটা বছরে সেই বিনিয়োগকারী ব্যক্তি পেনশন হিসাবে ২,০৩,৭০০ টাকা পেয়ে যাবেন। এটি যে যথেষ্ট নিরাপদ একটি প্রকল্প এলআইসি গ্রাহকদের জন্য, তা গোটা নিবন্ধে নজর রাখলেই স্পষ্ট হবে।