Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাবেন কনফার্ম Tatkal Ticket, মেনে চলুন এই ৫ টোটকা, Indian Railway আপডেট

Updated :  Tuesday, May 16, 2023 10:54 AM

এখনকার দিনে কোথাও ঘুরতে যাওয়ার মানেই কয়েক মাস আগে থাকতে টিকিট কেটে নিতে হবে। নয়তো শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পরে। কিন্তু আপনি যদি আগে থাকতে টিকিট না কেটে থাকেন, তাহলে আপনার কাছে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা। সামনেই বড়দিন, ইংরেজি নতুন বর্ষের ছুটি। পাহাড় যেতে ইচ্ছা করছে? কিন্তু তৎকালে টিকিট কাটা বেশ ঝক্কির। আর সেই টিকিট আদৌ নিশ্চিত হওয়ার আশাও থাকে কম। তবে সেই টিকিট নিশ্চিত হতে পারে এই তিনটি টোটকা মেনে চললেই। জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

তৎকালে টিকিট কাটার আগে সবার আগে জানা উচিত কখন থেকে এই টিকিট কাটা শুরু হয়। সাধারণত শীতাতপনিয়ন্ত্রিত কামরার জন্য সকাল ১০টা থেকে তৎকালে টিকিট কাটা যায়। টিকিট কাটার জন্য আগে থেকে আইআরসিটিসি-র অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি টিকিট কাটতে পারেন। তবে সমস্যা হল, টিকিট বিক্রি যখন থেকে শুরু হয়, তখন যাত্রীর নামধাম লিখতেই সময় চলে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে আগে থাকতে অ্যাপে অ্যাপ আপনার নথি ও সমস্ত তথ্য সেভ করে রাখতে হবে। একবার লগইন করে নিলে আপনি আপনার ও সহযাত্রীদের তথ্য সেভ করে রাখতে পারবেন আগে থাকতেই।

এছাড়া টাকা দেওয়ার সময় সর্বদা নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে হবে। কার্ড মাধ্যমে টাকা দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই নেট ব্যাঙ্কিং করা বেশ সেফ অপশন। এসি-র জন্য প্রথমে ২এ (সেকেন্ড এসি)-তে টিকিট কাটার চেষ্টা করুন। বেশির ভাগ ট্রেনের ক্ষেত্রেই বার্থ সংখ্যা কম হলেও ২এ-তে বুকিং ৩এ-র তুলনায় পরে হয়।