ভাইরাল & ভিডিও

মাঝরাস্তায় নাইটি পড়েই শূন্যে ভেসে ডিগবাজি খাচ্ছে গ্রামের এক যুবতী, মুহূর্তেই ভাইরাল ভিডিও

Advertisement

নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।

নিত্যদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।এই লকডাউন এ সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের ঝোঁক আরো বেশি করে বেড়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজদের সময় কাটিয়েছেন এই সোশ্যাল মিডিয়াতেই। ভাইরাল হয়ছে প্রচুর ভিডিও।

সম্প্রতি ভাইরাল হয়েছে এরকমই এক প্রতিভার ভিডিও। দেখা যায় গ্রামের মধ্যে রাস্তায় একটি অতি সাধারণ যুবতী নাইটি পড়ে ডিগবাজি খেয়ে জিবনাসটিক করছে। আর ব্যাকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় সাউথের সিনেমা কেজিএফ এর মিউজিক।সুনীর বাবু বলে এক ব্যক্তি ইন্ডিয়ান ট্যালেন্ট হলে এই ভিডিওটি পোস্ট করেছে। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও।সত্যিই যুবতীর অসাধারণ প্রতিভা প্রশংসা করে নেট দুনিয়ায় দর্শকরা।

Related Articles

Back to top button