Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: দুধসাদা পোশাকে খোলা আকাশের নীচে অসাধারণ নাচ দুই যুবতীর, দেখুন ভিডিও

Updated :  Monday, July 15, 2024 10:30 AM

সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে বলিউডের ক্লাসিক গান ‘তাল সে তাল মিলা’র একটি নাচের ভিডিও। দুই যুবতীর এই অসাধারণ নৃত্যপ্রদর্শন মুগ্ধ করে ফেলেছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুধসাদা ফিনফিনে সালোয়ার কামিজ পরে দুই যুবতী ‘তাল সে তাল মিলা’ গানের তালে কোমর দুলিয়ে নাচছেন। ডিঙি নৌকায় ও সবুজায়নের মাঝে তাদের এই নৃত্যের ভাবভঙ্গি ও অভিব্যক্তি ঐশ্বর্য রাই বচ্চনকেও ছাপিয়ে গেছে বলে মনে করছেন অনেকে।

‘দেবলীনা নন্দী প্রোডাকশন’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই ভিডিওটিতে ইতিমধ্যেই লাখ লাখ ভিউ পড়েছে। কমেন্ট বক্স ভরে গেছে প্রশংসায়। অনেকে লিখেছেন, “আপনার ভিডিও না দেখলে আমার দিন কাটে না”, “অন্য লেভেলের ক্লাসিক্যাল নাচ”, আবার অনেকে লিখেছেন, “আপনার ভিডিও খুবই ভালো লাগে”।

‘তাল সে তাল মিলা’ গানটি এ.আর.রহমান কম্পোজ করেছিলেন এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক জুটি অলকা ইয়াগণিক ও উদিত নারায়ণ গেয়েছিলেন। বছরের পর বছর ধরে এই গান শ্রোতাদের মনে গেঁথে আছে। বর্তমানে ইউটিউবে এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।