ন’মাস বয়সেই গাড়ি চালানো শিখছে ছোট্ট ইউভান, রাজপুত্রের ভিডিও ভাইরাল

বয়স এখনও এক বছরের কোটায় পা দেয়নি। বছর এক হওয়ার আগেই গাড়ি চালানোর তালিম নিচ্ছেন ছোট রাজশ্রী পুত্র ইউভান। তবে এই ইউভান এবারে নিয়ে নয়, বাবাকে সঙ্গে করেই চললেন এই…

Avatar

By

বয়স এখনও এক বছরের কোটায় পা দেয়নি। বছর এক হওয়ার আগেই গাড়ি চালানোর তালিম নিচ্ছেন ছোট রাজশ্রী পুত্র ইউভান। তবে এই ইউভান এবারে নিয়ে নয়, বাবাকে সঙ্গে করেই চললেন এই একরত্তি। কিছুদিন আগে বাবার কেনা বাইক চালাচ্ছিল ছোট্ট ইউভান অন্যদিকে ইউভান এখন চারচাকায় বেরানোর প্রশিক্ষণ নিচ্ছেন এখন থেকে। রাজ সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মাত্র সাড়ে ন’মাস বয়সে বাবার কোলে বসেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন গাড়ির স্টিয়ারিং ঘোরানোর।

আর বাবাও ছেলেকে মন দিয়ে শেখাচ্ছেন। শুধু বাবার কোলে বসেই নয়, উঠে দাঁড়িয়েও গাড়ি চালানোর চেষ্টা করছেন এই একরত্তি। বড় হয়ে ছেলের ও গাড়ি চালানোর শখ হবে তা আর বলার উপায় রাখেনা। ক্যপশানে লিখেছেন, “আমার ছোট্ট ছেলেটা এখন দু’চাকা ছেড়ে চারচাকায় সওয়ার হয়েছে। মাত্র সাড়ে ন’মাস বয়সেই গাড়ি চালানো শিখছে।” পরিচালক, বিধায়কের পাশাপাশি তিনি যে একজন দায়িত্বশীল পিতা তা আবারো প্রমাণ রইলো। হাজার কাজের মধ্যে ও ছেলেকে সময় ভোলেননা রাজ। এই ভিডিও শেয়ার হতে নিমেষে ভাইরাল।

ছোট্ট ইউভান রাজ শুভশ্রী ছাড়াও টলিপাড়ার সকলের চোখের মণি। সোশ্যাল মিডিয়ার সমস্ত পরিবারের কাছে ইউভান খুব প্রিয়।সক্কলে সব সময় আদরে ভরিয়ে রাখেন তাকে। প্রায় দিন নেটদুনিয়াতে একরত্তির বিভিন্ন দুষ্টু-মিষ্টি মজার ভিডিও সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আদর, ভালোবাসা মাখা কমেন্টের বন্যা বয়ে যায় ইভানের নানান পোস্টে। রাজ আর শুভশ্রীও এগুলি খুব এনজয় করে।