Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ-শুভশ্রীর কোলে নতুন সদস্য, কে এই ‘ছোট রসগোল্লা’

Updated :  Sunday, March 13, 2022 7:02 PM

ইউভান চক্রবর্তী সোশ্যাল মিডিয়ার খুদে সেনসেশন। তার যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় এক নিমেষে। ছোট থেকেই তার বেড়ে ওঠা বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সাথে ভাগ করে নেন রাজ-শুভশ্রী। তবে সম্প্রতি ১৫ মাস পূর্ণ করল এই ‘ছোট্ট রসগোল্লা’। আর সেই কারণেই নিয়ম মেনে নিজেদের ছেলেকে ন্যাড়া করেছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী ও ছেলে ইউভানকেও দেখা গিয়েছে। তবে এই ছবিতে মিষ্টি ইউভানের মাথায় ছিল না একটাও চুল। চুল কাটার পর এই খুদে নিজেকে দেখে যে বেশ অবাক হয়ে গিয়েছিল, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি রাজ চক্রবর্তী ছেলে ও বউয়ের সাথে এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ” চেনা যাচ্ছে? পরিবারের নতুন সদস্য আমাদের ছোট্ট রসগোল্লা।”

রাজ চক্রবর্তী এই ছবি শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। অনেকেই হার্ট ইমোজি দিয়ে তাদের ভালোবাসা জানিয়েছেন এই খুদে সেনসেশনের প্রতি। ইতিমধ্যেই ৩৭ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন এই ছবিটি। এই খুদের হাসিতেই মুগ্ধ অনেকে। ছোট থেকেই রাজ-শুভশ্রীর ছেলে সেলেব কিড হিসেবেই বড় হচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই কারোরই। অনেকেই এই বিষয়টিকে পছন্দ না করলেও, বেশিরভাগ মানুষই ইউভানকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন।

রাজ চক্রবর্তী ছাড়াও শুভশ্রী গাঙ্গুলীও শেয়ার করে নিয়েছেন ইউভানের একটি বুমেরাং। যেখানে সে নিজের মাথায় নিজেই হাত বোলাচ্ছিল। সম্ভবত সে বিশ্বাসই করতে পারছিল না তার অমন সুন্দর চুল আর নেই। ইউভানের এমন ভিডিও দেখে বেজায় মজাই পেয়েছেন নেটনাগরিকরা।

Video