Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দাদুর হাতে ভাত-পায়েস খেল ছোট্ট ইউভান, ভাইরাল অন্নপ্রাশনের ভিডিও

Updated :  Monday, February 22, 2021 10:42 PM

অবশেষে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র জন্মদিন 21 শে ফেব্রুয়ারি ভাত খেল রাজ ও শুভশ্রী ( subhasree ganguly)-র একমাত্র পুত্রসন্তান ইউভান (yuvan)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউভানের অন্নপ্রাশনে যোগ করেছিল নতুন মাত্রা। রাজের হালিশহরের বাড়ি এদিন সেজেছিল কনের সাজে। সেখানে হলুদ পাঞ্জাবি ও ছোট্ট ধুতি পরে দাদু দেবপ্রসাদ গাঙ্গুলী (Debaprashad ganguly)-এর হাত থেকে জীবনের প্রথম পায়েসের স্বাদ পেল খুদে ইউভান। পাশে বসে ছিলেন ইউভানের আদরের ‘ঠাম্মি’ লীলা চক্রবর্তী (leela chakraborty)-ও। ছোট্ট ইউভান উপভোগ করেছে শাঁখের আওয়াজ, উলুধ্বনি। এত লোকজন দেখেও মোটে ঘাবড়ায়নি ‘রাজপুত্র’।

পায়েস খাওয়ানো আগে রীতি মেনে ইউভানের সামনে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল গীতা, টাকা ও কলম। অবুঝ ইউভান রঙিন টাকার প্রতি আকৃষ্ট হয়ে তা নিজের হাতে তুলে নেয়। শুভশ্রী সেই ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এছাড়াও ইউভানের অন্নপ্রাশনের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

20 শে ফেব্রুয়ারি রাতে হালিশহরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ, শুভশ্রী ও ইউভান। 21 শে ফেব্রুয়ারি দিনের বেলা ইউভানের অন্নপ্রাশনের পর রাতে হয়েছে রাজের জন্মদিনের ঘরোয়া পার্টি। বাবা রাজের জন্মদিন ও ছেলে ইউভানের অন্নপ্রাশন উপলক্ষ্যে কমলা-হলুদ গাঁদার মালায় কনের সাজ সেজেছিল হালিশহরের বাড়ি। খাওয়ার জায়গা সাজানো হয়েছিল সাদা ও বাসন্তী রঙের কাপড় দিয়ে। এদিন শুভশ্রীর পরনে ছিল সি-গ্রীন রঙের বেনারসী শাড়ি ও বাসন্তী রঙের ব্লাউজ। রাজ পরেছিলেন সবুজ বেনিয়ান পাঞ্জাবি ও চোস্ত।