Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sonakshi Sinha: বরের কাছ থেকে ২ কোটি টাকার BMW উপহার পেলেন সোনাক্ষী সিনহা, ভাইরাল ছবি দেখুন

Updated :  Tuesday, June 25, 2024 3:47 PM

বিগত কয়েকদিন ধরে নিজের ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আসলে নিজ ধর্মের বাইরে গিয়ে বিয়ে করার ঘোষণা দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আর এরপর থেকে ডিজিটাল প্লাটফর্ম হোক কিংবা সংবাদ শিরোনাম, সর্বত্রই আলোচিত হচ্ছেন বলিউডের এই তারকা অভিনেত্রী। আন্তঃধর্মীয় বিয়ের কারনে এই তারকা অভিনেত্রী এতটাই সমালোচিত হচ্ছেন যে, তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মন্তব্য গুলি বন্ধ রেখেছেন।

সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের জুটি

এদিকে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে হবু বর তথা জহির ইকবালের সাথে বিভিন্ন সময় বিশেষ মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করতেও দেখা গেছে এই তারকা অভিনেত্রীকে। আমরা আপনাদের বলি, বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনার কন্যা হওয়ার সুবাদে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন সোনাক্ষী সিনহা। ফলে বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্তের জন্য বারবার আলোচিত হচ্ছেন এই অভিনেত্রী।

সোনাক্ষী সিনহার প্রথম উপহার

যদিও সমস্ত আলোচনা ছাড়িয়ে গিয়ে জহির ইকবালের প্রথম উপহার পৌঁছে গেছে সোনাক্ষী সিনার হাতে। বিয়ের আগের এই সংক্ষিপ্ত মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে জহির ইকবাল তার হবু স্ত্রীকে বিশ্বের অন্যতম দামী গাড়ি অর্থাৎ BMW উপহার দিয়েছেন। জানা যাচ্ছে, BMW i7 সিরিজের গাড়ি নিজের হবু স্ত্রীকে উপহার দিয়েছেন জাহিদ ইকবাল।

Sonakshi Sinha: বরের কাছ থেকে ২ কোটি টাকার BMW উপহার পেলেন সোনাক্ষী সিনহা, ভাইরাল ছবি দেখুন

BMW i7 সিরিজের এই গাড়ি

সম্প্রতি আলোচিত এই জুটির একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে তাদেরকে BMW চড়ে সময় উপভোগ করতে দেখা গেছে। বৈদ্যুতিক এই গাড়িটি জার্মানি গাড়ি নির্মাণ কোম্পানির অত্যাধুনিক সেডান বলে জানা গেছে। গাড়িটিতে সমস্ত অত্যাধুনিক সুবিধার সাথে নিরাপত্তার পাশাপাশি 101.7 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 591 – 625 কিলোমিটারের চিত্তাকর্ষক রেঞ্জ অফার করে৷ যদি এই গাড়িটির দামের কথা বলি, তবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই গাড়িটির এক্স শোরুম মূল্য ২.০৩ কোটি টাকা।