Mithai: সামনে এল নতুন ‘মিঠাই’, বদলে যেতে চলেছে সকলের প্রিয় মিঠাই রানী?
সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন মিঠাই হিসেবে দেবোত্তমা সাহার ছবি। তবে এই ছবি প্রকাশ পেতে না পেতেই চমকে গেছেন অনেকে। অনেকে ভেবে বসেছেন হয়তো সৌমিতৃষার জায়গায় দেখা মিলবে দেবোত্তমার। তবে ঘটনাটা একেবারেই অন্যরকম। আসলে এবার থেকে বাঙালি দর্শকদের পাশাপাশি হিন্দিভাষীরাও উপভোগ করবেন মিঠাইয়ের দস্যিপনা।
জানা গেছে, জি টিভির পর্দায় মার্চ মাস থেকেই হিন্দিতে শুরু হতে চলেছে ‘মিঠাই’। বাংলা ধারাবাহিকের ইতিহাসে ‘মিঠাই’ অন্যতম ধারাবাহিক যে মাইলস্টোন গড়েছে। টানা ৪৪ সপ্তাহ ধরে নিজের এক নম্বর স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে আপাতত স্টার জলসার ‘গাঁটছড়া’র অন্য এক নম্বর স্থান হারিয়েছে মিঠাই রানী। তবে এখনো দর্শকদের প্রিয় হিসেবে অনেকের থেকে অনেক এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।
হিন্দিতে রিমেক করা হচ্ছে ‘মিঠাই’। হিন্দিতেও ধারাবাহিকের নাম একই রাখা হয়েছে। এমনকি মিঠাই ও সিদ্ধার্থের নামও পরিবর্তন করা হয়নি। হিন্দি ধারাবাহিকের পর্দায় মিঠাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হিন্দি টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী দেবোত্তমা সাহাকে। তার বিপরীতে সিদ্ধার্থের চরিত্রে দেখা মিলবে আশীষ ভরদ্বাজের। ইতিমধ্যেই জি টিভির অফিশিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়েছে দুটি প্রোমো। সম্ভবত আগামী ১৪’ই মার্চ থেকে জি টিভির পর্দায় সোম থেকে শনি সন্ধ্যা ৭’টা সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এর আগে ‘মিঠাই’ ধারাবাহিক তামিলে রিমেক করার কথা ঘোষণা করেছিল জি তামিল। সেখানে ধারাবাহিকের নাম হয়েছিল, ‘নিনাইথালে ইলিক্কুম’। এই ধারাবাহিকে মিঠাইয়েরে চরিত্রে অভিনয় করছেন কন্নড় অভিনেত্রী সাথী শর্মা। আর সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আনন্দ সেলভমকে। এই ধারাবাহিকে মিঠাইয়ের নাম বদলে রাখা হয়েছে ‘বোম্মি’। বলাই বাহুল্য, মিঠাই এখন বাংলার পাশাপাশি হিন্দি ও তামিল টেলিভিশন জগৎ রাজ করছে।