Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ডেলিভারি বয়ের করোনা সংক্রমণ, সংস্পর্শে আসা ৭২ টি পরিবারকে করা হল কোয়ারেন্টাইন

Updated :  Thursday, April 16, 2020 1:34 PM

দিল্লির এক জোমাটো ডেলিভারি বয়ের সম্প্রতি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ১৯ বছর বয়সী ওই পিৎজা ডেলিভারি বয় ৭২ টি পরিবারকে খাবার ডেলিভারি করেছে। ১২ এপ্রিল পর্যন্ত সে ডেলিভারি দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসার পর থেকেই নতুন করে দিল্লিতে আতঙ্ক ছড়িয়েছে। ওই ডেলিভারি বয়ের থেকে সেই পরিবারগুলোতে সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

ওই ডেলিভারি বয় দিল্লির হাওস খাস, মালব্য নগর এবং সাবিত্রী নগরের ৭২ টি পরিবারকে শেষ ১৫ দিনে খাবার ডেলিভারি করেন। এখন সেই ৭২ টি পরিবারের সবাইকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে এবং সেই পরিবারগুলির উপর নজর রাখা হচ্ছে।

বর্তমানে ওই আক্রান্ত ডেলিভারি বয়কে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর সাথেই ওই ডেলিভারি বয়ের সংস্পর্শে আসা ২০ জন সহকর্মীকেও কোয়ারান্টাইন রাখা হয়েছে, তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা হবে। ওই ডেলিভারি বয় রেস্তোঁরা থেকে নিয়মিত ডেলিভারি করত, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।

জোমাটো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কোনো কর্মীই জেনেশুনে একাজ করেনি, তারা জানলে উপযুক্ত ব্যবস্থা নিত বলে জানিয়েছেন। এরসাথে তারা এটাও বলেছেন যে ওই আক্রান্তের বিদেশ যাত্রার কোনো রেকর্ড নেই, সম্ভবত কোনো করোনা আক্রান্তের বাড়িতে ডেলিভারি দেবার সময়ই তার সংক্রমণ ঘটতে পারে।