Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইস্টবেঙ্গলে আসছে নতুন বিদেশি!

Updated :  Monday, August 5, 2019 12:31 PM

সব কিছু ঠিক ঠাক থাকলে তিন চার দিনের মধ্যে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন স্পেনের অভিজ্ঞ স্ট্রাইকার মার্কোস। তার পুরো নাম মার্কোস ইউসেবিও জিমিনেজ ডি লা এস্পাদা মার্টিন খেলেছেন মায়োরকা, বেলোরকাস, সেন্ট আন্দ্রু র মতো ক্লাবে। এশিয়াতেও খেলেছেন এর আগে সিঙ্গাপুরের কিচি ও সাউর্দান ক্লাবে। ছয় ফুট এর উপর উচ্চতা বিশিষ্ট এই ফুটবলার বর্তমানে আগুনে ফর্মে আছেন রেগুলার গোল করছেন তিনি।

বেলারেসের হয়ে গতো মরশুমে ১৫ টি গোলও করেছেন স্ট্রাইকার সমস্যায় ভুগতে থাকা ইস্টবেঙ্গল যদি এরম একজন ফুটবলার কে পায় তাহলে গোল করার সমস্যা কিছুটা হলেও মিটবে। অপরদিকে ট্রায়লে আসে ভারতীয় স্ট্রাইকাল রোনাল্ডো অলিভিয়েরা কে সই করিয়েছে ইস্টবেঙ্গল। গোয়া প্রো লিগে টপ স্কোরার এই ফুটবলারের সাথে মার্কোস জুটি বাধলে ধারেভারে অনেকটাই শক্তিশালী হয়ে যাবে ইস্টবেঙ্গল।