Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খেলার শেষে পাকিস্তানীদের সাথে হাত মেলালেন না ভারতীয় প্লেয়াররা, এই কাজ করে বসলেন পাক প্লেয়াররা

Updated :  Monday, September 15, 2025 4:15 PM
india vs pakistan

মাঠের লড়াই শেষ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক যেন থামছেই না। রবিবারের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে এমন এক ঘটনা ঘটল, যা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সেরা খেলোয়াড় কুলদীপ যাদব উপস্থিত থাকলেও দেখা মেলেনি পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার। ক্রিকেটপ্রেমীরা অবাক হয়ে ভাবছিলেন—এমনটা কেন ঘটল?

রীতি ভঙ্গ করলেন পাকিস্তানের অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী, ম্যাচের পর প্রথমে সেরা খেলোয়াড়কে ডাকা হয় বক্তব্য রাখার জন্য। এরপর আসেন পরাজিত অধিনায়ক, আর শেষে জয়ী দলের অধিনায়ক নিজের প্রতিক্রিয়া জানান। কিন্তু এ দিন সেই ধারা ভেঙে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর প্রথমে কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পর সরাসরি ডেকে নেন সূর্যকুমার যাদবকে। তখনই প্রশ্ন উঠতে শুরু করে—পাকিস্তানের অধিনায়ক কোথায়?

প্রতিবাদস্বরূপ সাক্ষাৎকারে অনুপস্থিতি

প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের কোচ মাইক হেসন বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। ঠিক সেই কারণেই প্রতিবাদস্বরূপ পুরস্কার বিতরণী মঞ্চে আসেননি সলমন আঘা। হেসনের কথায়, “বিপক্ষ দলের এমন আচরণে আমরা হতাশ। ম্যাচের ফলাফলেও আমরা সন্তুষ্ট নই। তবে সবচেয়ে হতাশাজনক ছিল, আমাদের খেলোয়াড়দের সঙ্গে ভারত হাত মেলাতে অস্বীকার করেছে। সেই কারণেই সলমন অনুষ্ঠানে বক্তব্য দিতে যায়নি।”

নজিরবিহীন ঘটনা

ক্রিকেট ইতিহাসে ভারত-পাক ম্যাচের উত্তেজনা নতুন কিছু নয়। তবে ম্যাচ-পরবর্তী রীতিনীতি ভাঙা এবং এমন প্রতিবাদ সচরাচর দেখা যায় না। কবে শেষবার এমন ঘটনা ঘটেছিল, তা অনেকেই মনে করতে পারছেন না। ফলে বিষয়টি ঘিরে ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

কূটনৈতিক উত্তেজনার প্রতিফলন?

বিশেষজ্ঞদের মতে, মাঠে দুই দলের আচরণ অনেক সময় কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হয়ে ওঠে। ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহু দিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টেই মূলত মুখোমুখি হয় দুই দল। ফলে এমন পরিস্থিতিতে ক্ষুদ্রতম ঘটনারও প্রভাব পড়ে যায় বড় মাত্রায়। একদিকে মাঠের লড়াইয়ে উত্তেজনা, অন্যদিকে ম্যাচ-পরবর্তী আচরণ নিয়ে বিতর্ক—ভারত-পাক ম্যাচ আবারও প্রমাণ করল, এই প্রতিদ্বন্দ্বিতা শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এর প্রতিটি অধ্যায়ই দুই দেশের ভক্তদের মনে দাগ কেটে যায়। এবারও তার ব্যতিক্রম হল না।