সুরজিৎ দাস : ভারতীয় ক্রিকেটের তরুন ক্রিকেটার দের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নাম হলো শুভমন গিল। পাঞ্জাবের এই তরুণ ক্রিকেটার আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপ তথা আইপিএল এই দুই জায়গা তেই নিজের জাত চিনিয়েছেন এবং বারবার জাতীয় দলে আর অন্তর্ভুক্তির কথা উঠেছে বোর্ডের অন্দরে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফররত হনুমা বিহারীর নেতৃত্বাধীন ভারতীয় ‘এ’ দল সেখানেই টেস্ট ম্যাচে দ্বিশতরান করে আবার ক্যামেরার ফোকস তার দিকে টানলেন।
এদিন টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ভারত যখন ব্যাকফুটে তখন শুভমনের ২৫০ বলে ২০৪ রানের ঝকঝকে ইনিংস ভারতকে বড়োরানের দিকে নিয়ে যায় তার গোটা ইনিংস সাজানো ছিলো ১৯ টি চার ও ২ টি ছয় দিয়ে। ভারতের ইনিংস শেষ হয় ৩৭৩ রানে যেখানে হনুমা বিহারীর ১১৮ রানও সাহায্য করে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য।
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে ব্যাট করছে এদিন যদি ভারত জিততে পারে তাহলে টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ কে। অপরদিকে ১৭ বছর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে করা গৌতম গম্ভীরের রেকর্ড ভেঙ্গে জাতীয় দলে নিজের জায়গা পাকা করার পথে এগিয়ে যাচ্ছে ১৯ বছরের তরুণ যুবক শুভমন গিল।














