অরূপ মাহাত: দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে ভারত উন্নত দেশগুলোর একটি হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানান, ভারতবর্ষের প্রতিটি গ্রামে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। যেখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এই উদ্দেশ্যে প্রায় দেড় লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে প্রায় ১৫ কোটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। প্রায় ২ কোটি গৃহহীন পরিবারকে বাড়ি তৈরী করে দেওয়ার কথা এদিন লালকেল্লা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০২২ সালের মধ্যে সমস্ত প্রকল্প শেষ করে ভারতকে এক স্বপ্নের ভারতবর্ষ রূপে গড়ে তোলায় তাঁর প্রথম লক্ষ্য।
এক সুন্দর ভারত গড়ে তোলায় কেন্দ্র সরকারের প্রধান কাজ বলে জানান প্রধানমন্ত্রী। এই উদ্দেশ্যেই গৃহহীন পরিবারগুলোর মাথা গোঁজার ছাদ তৈরী করে তাদের উপহার দিতে চান কেন্দ্র। মানুষের প্রাথমিক চাহিদা পূরণই মোদি সরকারের প্রথম লক্ষ্য। তাই, দ্বিতীয় বার শপথ গ্রহণের পর লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণেই তিনি এই তিনটি প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ১০০ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে আরও দেওয়া হবে বলেও জানান। মোদি সরকারের এই সিদ্ধান্তে খুশি ভারতের সাধারণ মানুষ।