Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের বিরুদ্ধে না খেলে এ কি কাজ করলেন আন্দ্রে রাসেল!

Updated :  Saturday, August 3, 2019 11:14 AM

আন্দ্রে রাসেল! নিশ্চয় চেনেন। হ্যাঁ, KKR এর সুপারস্টার অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কথাই বলা হচ্ছে। আগাগোড়াই শিরোনামে থাকেতে পছন্দ করেন রাসেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ঠিক ইন্ডিয়া বনাম ওয়েস্টিন্ডিজ ম্যাচের আগে আবার শিরোনামে তিনি। বিশ্বকাপ চলাকালীন হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্যে ওয়েস্টিন্ডিজের দলে রাসেলের নাম রাখা হয়। কিন্তু রাসেলে নিজেই জানিয়ে দেন যে তাঁর অস্ত্রোপচার হাঁটু সম্পূর্ণভাবে সুস্থ না থাকাই তিনি এই সিরিজে খেলবেন না।

কিন্তু দেশের জন্য খেলবে না জানিয়ে কানাডায় আয়োজিত Global T-20 league-এ খেলার মনস্থির করেন তিনি। তবে ফুরফুরে মেজাজে থাকলেও এই লীগের শুরুটা মোটেও ভালো হয়নি আন্দ্রে রাসেলের জন্য। প্রথম বলে শূন্য রান করে গোল্ডেন ডাক করেন তিনি। অপরদিকে রাসেলের অনুপস্থিতিতে ওয়েস্টিন্ডিজ বোর্ড ইন্ডিয়ার বিরুদ্ধে দলে সুযোগ দিলেন জেসন মহম্মদকে।