Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা, যা পড়লে আপনার চোখে জল আসবে!

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি…

Avatar

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি দিল্লীর মুখ্যমন্ত্রীর দায়িত্ব ও পালন করেছেন। তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন।

১৯৯০ সাল থেকে তাঁর সঙ্গে আমার সুদীর্ঘ পরিচয়। তিনি ছিলেন এক অসাধারণ রাজনীতিক, নেত্রী ও সহৃদয় ব্যক্তি। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিত্ব হয়েও পার্লামেন্টে আমাদের দুজনের অনেক মধুর স্মৃতি রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি সুষমা স্বরাজের আত্মীয়পরিজন ও তাঁর অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author