ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজ

DA Hike: ১ কোটি সরকারি কর্মচারীর জন্য বড় খবর, মোদি সরকার কি ডিএ 4% বাড়াবে?

সরকারি কর্মচারীদের জন্য এই সময়টা খুবই ভালো হতে চলেছে

Advertisement

১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে একটা দারুন সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবারে পেতে চলেছেন প্রচুর মহার্ঘ্য ভাতা। প্রত্যাশা করা হচ্ছে, এবারে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে তাদের মহার্ঘ্য ভাতা। নবরাত্রির প্রথম দিনে মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করবে সরকার? এমনটা হলে ডিএ বেড়ে দাঁড়াবে ৫৪ শতাংশ। এই বছর, ২০২৪ সালের মার্চ মাসে, সরকার মহার্ঘ ভাতা ৪% বাড়িয়েছিল, তারপরে ডিএ বেড়ে ৫০% হয়েছে। হয়। এবার সরকার যদি আরও ৩-৪% ডিএ বাড়িয়ে দেয়, তাহলে এই বছরটা খুবই ভাল হয়ে উঠবে সরকারি কর্মচারীদের জন্য।

কবে কবে বাড়ে DA?

সরকার। প্রতি ছয় মাসে ডিএ পর্যালোচনা করে, তারপরে ডিএ বাড়ানো হয়। এই বৃদ্ধি মার্চ এবং অক্টোবরে ঘোষণা করা হয়। তবে জানুয়ারি এবং জুলাই থেকে প্রযোজ্য হয় এই মহার্ঘ্য ভাতা। সেরকমভাবে এবারে সরকার নবরাত্রিতে ডিএ বৃদ্ধির ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

কতটা বাড়বে বেতন?

মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে, এই সম্ভাব্য ডিএ বৃদ্ধি একটি বড় স্বস্তি হতে পারে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর ১২ মাসের গড়ের উপর ভিত্তি করে DA সংশোধন সূত্র তৈরি করা হয়েছে। যদি এই মহার্ঘ্য ভাতা ৩% বৃদ্ধি পায়, তবে যে কর্মচারীদের মূল বেতন ১৮,০০০ টাকা তাদের DA ৯,০০০ টাকা থেকে ৯,৫৪০ টাকা হয়ে কবে। যদি DA ৩% বৃদ্ধি পায় তাহলে DA ৯,৭২০ টাকায় পৌঁছাতে পারে।

ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন ১ কোটি কর্মচারী ও পেনশনভোগীরা

ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন প্যাকেজের একটি অপরিহার্য অংশ, যা সরাসরি মুদ্রাস্ফীতির সাথে যুক্ত। একই ভিত্তিতে পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণও বাড়ানো হয়ে থাকে। তবে অষ্টম বেতন কমিশন নিয়েও আলোচনা চলছে একইসাথে। যদি অষ্টম বেতন কমিশন চালু করা হয়, তাহলে কর্মচারীদের বেসিক বেতন অনেকটাই বেড়ে যাবে। বর্তমানে সরকারের মনোযোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ডিএ বৃদ্ধির দিকে, যাতে কর্মচারী এবং পেনশনভোগীরা স্বস্তি পেতে পারেন। এই বছরের ডিএ বৃদ্ধি অক্টোবরে ঘোষণা করা হতে পারে, যা উৎসবের মরসুমে কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে। এই ঘোষণার ফলে ১ কোটি সরকারি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।

Related Articles

Back to top button