Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র 18,700 টাকায় Royal Enfield Bullet 350, সেই দিন আর ফিরবে না

Royal Enfield Bullet 350 চালানো বেশিরভাগ মানুষের কাছেই বড় ব্যাপার। এই ধারা আজ থেকে নয়, বহু বছর ধরেই চলে আসছে। এটি ভারতের অন্যতম জনপ্রিয় বাইক। সময়ের সাথে সাথে এর নকশা…

Avatar

Royal Enfield Bullet 350 চালানো বেশিরভাগ মানুষের কাছেই বড় ব্যাপার। এই ধারা আজ থেকে নয়, বহু বছর ধরেই চলে আসছে। এটি ভারতের অন্যতম জনপ্রিয় বাইক। সময়ের সাথে সাথে এর নকশা পরিবর্তন হয়েছে, তবে মূল নকশা এখনও একই রয়েছে। হয়তো সে কারণেই আজও এর প্রতি মানুষের ভালোবাসা কমেনি। রয়্যাল এনফিল্ড কোম্পানি এতে অনেক ফিচার আপডেট করেছে। এখন অনেকটাই উন্নত হয়েছে।

দাম দেখে সকলেই অবাক

বর্তমানে Royal Enfield Bullet 350 এর অন রোড মূল্য প্রায় দুই লাখ টাকা। কিন্তু জানেন কি, 1986 সালে বুলেটের দাম ছিল মাত্র 18,700 টাকা। প্রসঙ্গত, সম্প্রতি 1986 সালে কেনা Royal Enfield Bullet 350 এর একটি বিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে বাইকের দাম দেখে সকলেই অবাক হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

38 বছরের পুরনো একটি বিল

বিলে বাইকটির অন-রোড দাম লেখা রয়েছে মাত্র 18,700 টাকা। প্রায় 38 বছরের পুরনো একটি বিল। 1986 সালে রয়্যাল এনফিল্ড বুলেটকে শুধুমাত্র এনফিল্ড বুলেট বলা হত। তখন থেকেই এটি একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এটি এখন Royal Enfield Bullet 350 নামে পরিচিত। এটি রয়্যাল এনফিল্ডের পোর্টফোলিওর সবচেয়ে পুরনো বাইক। বর্তমানে, বুলেটের দুটি রূপ রয়েছে – বুলেট 350 এবং বুলেট 350 ইএস।

About Author