ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজে চেন্নাইতে প্রথম ম্যাচে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তনমে জিতে ভারত। সিরিজ এখন ১-১ ফলাফলে সাম্যাবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে কটকে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে দুটি দল। যে দল এদিন জয়লাভ করবে তারাই সিরিজ জিতবে।
কটকে শিশিরের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দিন-রাতের ম্যাচের ক্ষেত্রে। তার উপর এখন শীতকাল তাই শিশিরের প্রভাব একটু বেশিই থাকবে। এখনো পর্যন্ত এখানে যে ১৮ টি ম্যাচ খেলা হয়েছে সেখানে পরে ব্যাট করেছে যে দল তারা জিতেছে ১১ বার। তাই যে দল টসে জিতবে তারা প্রথমে বোলিং করতেই পছন্দ করবে।
আরও পড়ুন : ক্রিসমাসের আগে বাচ্চাদের জন্য ‘সিক্রেট সান্তা’ বিরাট কোহলি
দ্বিতীয় ম্যাচে দীপক চাহার চোট পাওয়ায় দলে এসেছেন নবদীপ সাইনি। ক্রমাগত ১৪০ কিমি এর বেশি গতিতে বল করতে পারবেন তিনি। তাই কটকে তার একদিনের ক্রিকেটে ডেবিউ হওয়ার সম্ভাবনা থাকছে। স্পিন-সহায়ক উইকেট হলে সাইনি এর পরিবর্তে চাহালের খেলার সম্ভাবনা থাকবে। বাকি দল মোটামুটি একই থাকার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, নবদীপ সাইনি/যুজবেন্দ্র চাহাল।