খুব শীঘ্রই 5G পরিষেবা চালু হতে চলেছে ভারতে। আর এই পরিস্থিতিতে হারিয়ানায় পুরোপুরি ভাবে 3G পরিষেবা বন্ধ করলো এয়ারটেল। এয়ারটেল সংস্থা থেকে জানানো হয়েছে, তারা গোটা ভারতে 3G পরিষেবা বন্ধ করে দেবে। 3G পরিষেবা বন্ধ করে 4G পরিষেবার ওপর জোর দিতে চলেছে এয়ারটেল সংস্থা। কিন্তু জানা গেছে তারা 2G পরিষেবা আপাতত চালু রাখছে। ফলে যেসব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন সেই সমস্ত গ্রাহকের থ্রিজি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে এয়ারটেল নেটওয়ার্ক পরিষেবা ব্যবহারে অসুবিধা হবে না।