Today Trending Newsকলকাতানিউজ

তৃনমুলের রাজ্যসভার প্রার্থী তালিকায় অদল-বদল, ঘোষণা দলনেত্রীর

Advertisement

এবার চূড়ান্ত হয়ে গেলো তৃনমুলের রাজ্যসভার প্রার্থী তালিকা। এদিন রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে টুইট করে এমনটাই জানিয়েছেন। চারটি আসনে প্রার্থীর নাম তিনি জানিয়েছেন। রাজ্যসভায় তৃণমূলের চার আসনে প্রার্থীরা হলেন দলের সাধারণ সম্পাদক দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি, মৌসম বেনজির নুর এবং অর্পিতা ঘোষ। বিশেষ সূত্রের খবর ছিল, দীনেশ ত্রিবেদী এবং মৌসমকে প্রার্থী করা হতে পারে এমনটাই জল্পনা ছিল। এবার সেই জল্পনাতেই রবিবার সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, চার আসনে নির্বাচিত প্রার্থীদের মধ্যে তৃনমুলের বর্ষিয়ান নেতা সুব্রত বক্সি ছাড়া তিনজনই লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। মৌসম নুর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। দীনেশ ত্রিবেদী ব্যারাকপুরে দুই বার সাংসদ পদে দাঁড়িয়েছেন এবং অর্পিতা ঘোষ বালুরঘাটে একবার সাংসদ ছিলেন। তবে লোকসভা ভোটে এরা তিনজনই বিপক্ষ দল হিসেবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। যার ফলে তাদের উপর আশাহত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আরও পড়ুন : করোনা ভাইরাস : কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি আরও ১

কয়েকদিন আগে পর্যন্ত মালদহে কর্মিসভায় তৃনমুল প্রার্থী মৌসম নুরের হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা তার দলের মুসলিম নেতাদের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষুব্ধ হন। যার ফলে আশংকা করা হয়েছিল মৌসম নরকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। উল্টো দিকে, মমতা আস্থা রেখেছিলেন দীনেশ ত্রিবেদীর উপর, যার ফলে রাজ্যসভায় প্রার্থী হবেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

Related Articles

Back to top button