বছর আটেক আগে ২০১২ সালের এক শীতের রাতে দিল্লিতে জনা চারেক ব্যক্তির দ্বারা ২৩ বছরের একটি যুবতীকে গনধর্ষন করা হয়। এরপর রাজপথে নেমে আসে সেই অপরাধের বিরুদ্ধে বিক্ষোভ। দেশ জুড়ে এই ঘটনার চরম নিন্দা করে দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন জানায় সারা দেশবাসী।
চলতি বছরের সপ্তাহখানেকের মধ্যেই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় আগামী ২২ জানুয়ারি ধর্ষনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। কিন্তু অভিযুক্তদের আইনজীবী গত বৃহস্পতিবার মামলা চলাকালীন সময়ে অভিযুক্তদের অনুরোধে তাদের ফাঁসির পরোয়ানা স্থগিত না করার জন্য আদালতের কাছে আর্জি জানান।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, পাঁচ জঙ্গিকে ধরল পুলিশ
আদালতে শুনানির পর আইনজীবীদের মধ্যে আলোচনার শেষে বিচারক এই উক্তিটি স্পষ্ট করেন যে, অভিযুক্তদের তাদের ফাঁসির পরোয়ানা স্থগিতের আবেদন জানানো এবং শাস্তির দিনের মধ্যে চোদ্দ দিনের ব্যবধান থাকতে হবে। এই গনধর্ষনের অন্যতম অভিযুক্ত মুকেশ সিং তার মৃত্যুর পরোয়ানা স্থগিত করার জন্য আদালতের তরফে আর্জি জানান। কিন্তু তার আবেদনকে খারিজ করে আদালত তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ৭ টায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে।
মুকেশ সিংয়ের আইনজীবী বৃন্দা গ্রোভার বিচারকের কাছে অনুরোধ করে তিহার জেলের আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, তারা অভিযুক্তের আবেদনকে খারিজ করে আবেদন প্রাপ্তির রিপোর্ট দেওয়ার জন্য আইন ভঙ্গ করছেন। ওই আইনজীবী দাবী করেন জেল কতৃপক্ষ তার আবেদনে সাড়া দেয়নি। যার ফলে তাকে অভিযুক্তদের মৃত্যুর পরোয়ানা স্থগিত করার জন্য আদালতে আর্জি জানাতে হয়।