Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না

Updated :  Thursday, November 23, 2023 2:09 PM

সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে মোটের উপর টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ ছাড়া টানা ১০টি ম্যাচে অপ্রতিরোধ্য থেকেছে দলটি। রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেও অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। তবে ২০২৩ বিশ্বকাপ শেষ হতে না হতেই ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতের ৫ তারকা ক্রিকেটার ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না। কিন্তু কেন? আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, কারা সেই হতভাগ্য ক্রিকেটার?

৫. রবিচন্দ্রন অশ্বিন: ভারতের তারকা স্পিনার ২০২৩ বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে বাকি ম্যাচগুলি ড্রেসিংরুমে বসে উপভোগ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ২০২৭ সালে ৩৭ বছরে পদার্পণ করবেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে ওই বিশ্বকাপের দলে তার সুযোগ পাওয়ার প্রশ্নই আসছে না।

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না

৪. মোহাম্মদ সামি: চলতি বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। তবে ২০২৭ বিশ্বকাপের সময় মোহাম্মদ সামির বয়সও গিয়ে দাঁড়াবে ৩৭-এ। ফলে ফিটনেস জনিত কারণে উক্ত বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন এই তারকা ক্রিকেটার।

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না

৩. রবীন্দ্র জাদেজা: পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও ঘটতে পারে একই ঘটনা। বর্তমানে ৩৪ বছর বয়স রবীন্দ্র জাদেজার। ফলে স্বাভাবিকভাবে ২০২৭ বিশ্বকাপে তার খেলার সুযোগ থাকছে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না

২. রোহিত শর্মা: ২০২৭ বিশ্বকাপে অবশ্যই ভারতীয় দলে সুযোগ পাবেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। ওই সময় রোহিত শর্মার বয়স গিয়ে দাঁড়াবে ৪০-এ। ফলে ফিটনেস জনিত কারণে স্বাভাবিকভাবেই দল থেকে বাদ পড়বেন রোহিত শর্মা।

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না

১. বিরাট কোহলি: আশ্চর্যজনক হলেও ২০২৭ ওডিআই বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২০২৭ সালে ৩৯ বছরে পদার্পণ করবেন রান মেশিন বিরাট কোহলি। যেখানে ক্রিকেটে ঈশ্বর শচীন টেন্ডুলকার ৩৮ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলেন। তবে দুর্দান্ত ফিটনেস ধরে রাখার কারণে অনেকেই মনে করছেন ২০২৭ সালে ভারতের হয়ে শেষ বিশ্বকাপ খেলবেন বিরাট কোহলি।

Indian Cricketer: ভারতের এই ৫ তারকা ক্রিকেটার, যারা ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না