Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

500 rupees ban in India: ৫০০ টাকার নোট নিষিদ্ধ হবে? কী বলছে কেন্দ্রীয় সরকার

Updated :  Tuesday, June 3, 2025 11:57 AM

৫০০ টাকার নোট নিয়ে দেশের অর্থনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এই নোটের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকলেও, নানা সূত্রে জানা যাচ্ছে—এই মূল্যমানের নোট বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

২০১৬ সালে ১,০০০ এবং ৫০০ টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্তের পর অনেক বড় অর্থনৈতিক পরিবর্তন এসেছিল। তারপর ফের কিছুদিন আগে ২,০০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়া হয়। এবার সেই তালিকায় কি ৫০০ টাকার নোটও যুক্ত হতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনসাধারণ ও বিশেষজ্ঞদের মধ্যে।

বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে বেশি প্রচলিত নোট হল ৫০০। দৈনন্দিন লেনদেন, ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবস্থায় এই নোটের ব্যবহার ব্যাপক। একে হঠাৎ করে বাতিল করলে সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। তেমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

তবে সূত্র অনুযায়ী, ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। রিজার্ভ ব্যাংক এখনো কোনও সরকারি ঘোষণা করেনি। সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে কোনও নির্দিষ্ট বিবৃতি দেওয়া হয়নি। তবে নোটটির বিপুল প্রচলন এবং কালো টাকার লেনদেনে সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে উচ্চস্তরে।

এই সিদ্ধান্তের প্রভাব শুধুমাত্র অর্থনৈতিক নয়, সামাজিক স্তরেও পড়তে পারে। বিশেষ করে ছোট ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠী এবং নগদ নির্ভর শ্রেণির উপর এর প্রভাব হবে উল্লেখযোগ্য। কেন্দ্র এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমগ্র বিষয়টি বিশদে বিশ্লেষণ করছে।

প্রাসঙ্গিক প্রশ্নোত্তর:

১. এখনই কি ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে?
না, এখনো পর্যন্ত ৫০০ টাকার নোট বাতিল সংক্রান্ত কোনও সরকারি সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।

২. কেন ৫০০ টাকার নোট বাতিলের চিন্তাভাবনা করা হচ্ছে?
কালো টাকা রোধ, বেআইনি লেনদেন এবং দুর্নীতির সম্ভাবনা কমানোর লক্ষ্যে এই ভাবনা চিন্তা চলছে বলে অনুমান।

৩. যদি নোট বন্ধ হয়, তাহলে কী প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর?
ব্যাপক আর্থিক অস্থিরতা এবং নগদ লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যারা ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন।

৪. ৫০০ টাকার বিকল্প কী হতে পারে?
২০০, ১০০ ও ২০ টাকার নোটের ব্যবহার বাড়ানো হতে পারে। ডিজিটাল লেনদেনের উৎসাহও বাড়তে পারে।

৫. রিজার্ভ ব্যাংকের কী ভূমিকা থাকবে এই সিদ্ধান্তে?
RBI-র অনুমোদন ও তত্ত্বাবধানেই নোট ছাপা এবং বাজার থেকে তুলে নেওয়ার কাজ হয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের সঙ্গে আলোচনার পরই নেওয়া হবে।