Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অক্সিজেনের অভাব মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে, মৃত্যু হল ৬ করোনা রোগীর

Updated :  Sunday, April 18, 2021 6:15 PM

গত বছরের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে অতিষ্ঠ হয়ে গিয়েছে গোটা বিশ্ববাসী। চলতি বছরের শুরুতে ভারতে এই প্যানডেমিকের প্রভাব কিছুটা কমলেও চলতি মাসের শুরু থেকে ফের পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে যা ভারতের সর্বকালের রেকর্ড সংখ্যক আক্রান্ত। গোটা দেশে অ্যাক্টিভ কেস সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। বিভিন্ন রাজ্যে এবার অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে। তবে অক্সিজেনের অভাবে আজ রবিবার ভয়াবহ একটি ঘটনা ঘটে গেছে মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে।

আজ অর্থাৎ রবিবার মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অন্তত ৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা সবাই আইসিওতে ভর্তি ছিল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শহডোলে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, ৬২ জন করণা আক্রান্ত রোগী আইসিওতে ভর্তি ছিল। রোগীদের জন্য তরল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল তাতে হঠাৎ করে চাপ কমে যায়। আর তার ফলে অক্সিজেনের অভাবে ৬ জনের মৃত্যু হয়। তবে বাকিরা এখনো সুস্থ রয়েছে। হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল সন্ধ্যা থেকে হাসপাতালে ১০ কিলোলিটার তরল অক্সিজেন মজুত ছিল। তখন থেকে সরবরাহকারী সংস্থার সাথে বারবার যোগাযোগ করা হলেও অক্সিজেনের গাড়ি এসে না পৌঁছানোয় এই বিপত্তি ঘটে।

মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে ৬ করোনা আক্রান্ত এর মৃত্যু ঘিরে তীব্র চাপানউতোর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেস বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে নাম না করে কটাক্ষ করে বলেছেন, আর কতদিন এভাবে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হবে? এছাড়াও তারা অভিযোগ এনেছে যে রাজ্যে পর্যাপ্ত রেমডিসিভির ইনজেকশন নেই।