বরাদ্দ হয়েছে ৬৬০০ কোটি টাকা, আজ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা

আর্থিক দুর্নীতি এবং অরাজকতার জন্য বিগত কয়েক বছরে রাজ্য সরকারকে একাধিকবার প্রশ্নবিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে রাজ্য সরকারের দিকে। যে কারণে…

Avatar

আর্থিক দুর্নীতি এবং অরাজকতার জন্য বিগত কয়েক বছরে রাজ্য সরকারকে একাধিকবার প্রশ্নবিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে রাজ্য সরকারের দিকে। যে কারণে কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যকে দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে নয়, আয়ুষ্মান ভারত প্রকল্প এবং ১০০ দিনের কাজের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই রাজ্যের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এবার নিজস্ব তহবিল থেকে অর্থ ঘোষণা করেছে রাজ্য সরকার। কল্যাণমূলক এই প্রকল্প গুলি বাস্তবে রূপায়ন করার উদ্দেশ্যে এবার বড় অংকের অর্থ ঘোষণা করেছে রাজ্য সরকার।

এদিন নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, কল্যাণকর প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য প্রথম দফায় ৬৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে এই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। প্রথম দফায় উপভোক্তা ৬০ হাজার টাকা পাবেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে। এরপর কাজ শুরু হলে দ্বিতীয় কিস্তিতে আরও ৬০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। নবান্নের তরফ থেকে আরও বলা হয়েছে, রাজ্যের ১১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।