৭০ হাজার টাকার বাইকে পান ৮০ কিলোমিটারের মাইলেজ, জানুন এই বাইকের বিশেষ ফিচার
এই বাইকটি আপনার প্রথম পছন্দ হয়ে উঠতে পারে যদি আপনার বাজেট পারমিট না করে
সস্তার মধ্যে দেখতে ভালো বাইক কিনতে হলে আপনার পছন্দের তালিকায় অবশ্যই প্রথমদিকে থাকবে বাজাজ প্লাটিনা। এই বাইকে একদিকে যেমন তেল সাশ্রয় হবে, তেমনি এই বাইকের দামও খুব একটা বেশি নয়। সস্তার মধ্যে আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে বাজাজ কোম্পানির বাজাজ প্ল্যাটিনা। মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন, স্লিক ডিজাইন, সবই আপনি এই বাইকের মধ্যে পেয়ে যাবেন। খুব সস্তার মধ্যে এই বাইকটি আপনি নিজের করে নিতে পারবেন। তাহলে চলুন এই বাইকের কিছু ভালো ভালো ফিচার দেখে নেওয়া যাক।
বাজাজ প্ল্যাটিনার ব্যাপারে কথা বলতে গেলে সর্বপ্রথম এই বাইকের ইঞ্জিন এর ব্যাপারে কথা বলতেই হয়। পকেট ফ্রেন্ডলি এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১১৫ সিসি DTS – i ইঞ্জিন, যেটি ৮.৬০ps শক্তি এবং ৯.৮১ nm সর্বাধিক টর্ক উৎপন্ন করতে পারে। ফাইভ স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত এই ইঞ্জিন। এই বাইকে আপনারা ১১ লিটারের জ্বালানি ট্যাঙ্ক পেয়ে যাবেন। অন্যদিকে এই বাইকের মাইলেজ ৮০ কিলোমিটার প্রতি লিটার। ফলে সবদিক থেকে দেখতে গেলে, এই বাইকে আপনারা সস্তার মধ্যে আধুনিক কিছু ফিচার দেখতে পেয়ে যাবেন।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে আপনি বাইকের গতি থেকে শুরু করে ট্রিপ মিটার, ফুয়েল লেভেল সবকিছুই দেখতে পাবেন। এছাড়াও এই বাইকে আপনারা দেখতে পাবেন ABS সিস্টেম, যা এই বাইকের সামগ্রিক রাইডিং এক্সপেরিয়েন্স অনেকটা বাড়িয়ে দেয়। এই বাইকের দাম শুরু হয় মাত্র ৭৯,৮২১ টাকা থেকে। এটা এই বাইকের এক্স শোরুম প্রাইস। তবে অন রোড প্রাইস রাজ্যভিত্তিক আলাদা হতে পারে। নতুন দিল্লিতে এই বাইকের অন রোড প্রাইস ৯৫,১৭৪ টাকা।