বর্তমান সময়ের টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি খেলাধুলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে রয়েছেন। তাছাড়া ক্রিকেটের ২২ গজের পারফরম্যান্স নিয়েও সমালোচনায় রয়েছেন এই দুই ক্রিকেটার। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর ব্যাট হাতে স্বাভাবিক ছন্দে ব্যাটিং করতে দেখা গেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। তবে রোহিত শর্মার ব্যর্থ পারফরমেন্সে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
তবে সমস্ত বিফলতা উপেক্ষা করে ভারতীয় দলের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় উড়ে গেছে ভারতের দুই কিংবদন্তি। তবে এতকিছুর মধ্যেও দুই ক্রিকেটারের ব্যাক্তিগত জীবন নিয়ে সম্প্রতি উত্তাল রয়েছে নেট দুনিয়া। ঘটনাটি আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর সেমিফাইনালের। টিম ইন্ডিয়াকে কিউই দলের কাছে হারের মুখে পড়তে হয়েছিল, এই ম্যাচে অধিনায়ক ছিলেন কোহলি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই ম্যাচে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি ও রোহিতের মধ্যে মনোমালিন্য হয়েছিল। যার কারণ হিসেবে মিডিয়ায় উল্লেখ করা হয়েছিল যে, ম্যাচে ধোনিকে ৭ নম্বরে ব্যাট করতে পাঠান অধিনায়ক কোহলি। আর কোহলির সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোহিত শর্মা।
কোহলি-রোহিতের লড়াইয়ে যখন রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহের নাম উঠতে শুরু করে তখনই দুজনের মধ্যে লড়াইয়ের ঘটনাটি অন্য মোড় নেয়। আসলে সেই ঘটনার পর দুজনের মধ্যে মারামারির কারণ অন্য কিছু বলেও জানিয়েছেন কেউ কেউ। বলা হয়েছিল, কোহলি-রোহিত লড়াইয়ের পিছনে কারণ ছিল রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ। এই পর্যায়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ পেশায় একজন একজন ক্রিকেট ম্যানেজার ছিলেন।
সালটা ২০১৩, রিতিকা সাজদেহ তখন বিরাট কোহলির জন্য কাজ করতেন। এই সময় দুজনকে একসঙ্গে বহুবার দেখা গেছে। তবে ক্যামেরার সামনে হাজির হলেই সংবাদমাধ্যম থেকে মুখ লুকিয়েছিল এই জুটি। আপনাদের জানিয়ে রাখি, কোহলি এবং রিতিকা সাজদেহ মধ্যে প্রথম দেখা হয়েছিল ২০১০ সালে এবং কোহলির জন্য ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত কাজ করেছিলেন রিতিকা।
এরপর রিতিকা সাজদেহ এবং রোহিত শর্মা ২০১৫ সালে বিয়ে করেন। অন্য দিকে বিরাট কোহলির সঙ্গে একাধিক বলিউড অভিনেত্রীর নাম জড়ালেও ২০১৮ সালে অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। এর পর সোশ্যাল মিডিয়ায় মান্যতা অনুযায়ী, এই জুটিকে বর্তমান সেরা জুটি হিসেবে বিবেচনা করা হয়।