হাতে আর মাত্র কয়েকটা দিন। বাংলার প্রতিটি কোণে মণ্ডপে মণ্ডপে জোরকদমে চলছে পুজোর আগাম প্রস্তুতি।পুজোতে উৎসাহিত রয়েছেন প্রতিটি বাঙালি। আর দর্শনার্থীদের তৃপ্ত করার জন্য পুজো উদ্যোক্তারা থিম থেকে শুরু করে প্রতিমা সবকিছুতে নতুন চমক দেওয়ার চেষ্টা করছেন।
কলকাতার বড় বড় প্যান্ডেল পুজোগুলির মধ্যে অন্যতম হল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের নতুন চমক দেওয়ার জন্য হাজির করতে চলেছে সোনার দুর্গা। ৫০ কিলো সোনায় তৈরী করা হচ্ছে সোনার দুর্গা। যার মূল্য হল প্রায় 20 কোটি।
১৩ ফুট উঁচু এই সোনার দুর্গা মূর্তির সাথে থাকবে সোনার তৈরী অসুর, মহিষ ও সিংহ। তবে দুর্গার চার ছেলেমেয়ে সোনালি রঙের হলেও আসল সোনা দিয়ে তৈরী করা হচ্ছে না তাদের। দেশের এক নামী জুয়েলারী সংস্থা গড়ে দিচ্ছে এই সোনার প্রতিমা।