টেক বার্তা

একচার্জে Vespa Elettrica চলবে ১০০ কিমির বেশি, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই, জানুন গাড়ির দাম

Piaggio ভারতে ইলেকট্রনিক গাড়ির বাজারে প্রবেশ করতে চায় তাদের Vespa Elettrica

Advertisement

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন।

তাই তো বর্তমানে দেশজুড়ে একাধিক স্টাট আপ কোম্পানি ইলেকট্রিক বাইক তৈরীর মার্কেটে প্রতিযোগিতায় নেমেছে। এবার এরমধ্যেই Piaggio ভারতে ইলেকট্রনিক গাড়ির বাজারে প্রবেশ করতে চায় Vespa Elettrica। Vespa Elettrica এর আগে ২ বার দিল্লি অটো এক্সপোতে দেখানো হয়েছে। একবার ২০১৮ সালে এবং আবার ২০২০ সালে। এই ইলেকট্রিক স্কুটার বাজারে এলেই যে ব্যাপক জনপ্রিয়তা পাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

পিয়াজিও এর Vespa Elettrica স্কুটিটি মাত্র চার ঘণ্টায় পুরো চার্জ হয়ে যাবে। একবার ফুল চার্জ করলে এই স্কুটি ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। তবে এই ইলেকট্রিক স্কুটিতে ABS, ট্রাকশান কন্ট্রোল, EBD ইত্যাদি পাওয়া যাবে না। এই ইলেকট্রিক স্কুটিতে একটি অত্যন্ত ভালো এলইডি হেড ল্যাম্প ব্যবহার করা হয়েছে যা স্কুটির লুককে আকর্ষণীয় করে তুলেছে। এই স্কুটি কিনতে আপনাকে মাত্র ৯০ হাজার টাকা খরচা করতে হবে। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই স্কুটি লঞ্চ করার জন্য অপেক্ষা করতে পারেন।

Related Articles

Back to top button