খেলাক্রিকেট

IND Vs SL: শ্রীলংকার বিপক্ষে দলে সুযোগ পেলেন এই ৫ বিধ্বংসী বোলার, কাকে একাদশে সুযোগ দেবেন হার্দিক পান্ডিয়া?

শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার আরেক প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন উমরান মালিক।

Advertisement

আজ শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাইয়ের সবুজ ঘাসে মাঠে নামবে ব্লু-বাহিনী। এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ কে এল রাহুলের মত তারকা ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বদৌলতে দলের নেতৃত্বে এখন হার্দিক পান্ডিয়ার হাতে। তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে ইতিমধ্যে ভারতীয় দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ৫ জন ধ্বংসাত্মক বোলার। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে আজ কোন বোলার দলে জায়গা পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক-

২০২২ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিমধ্যে টিমের বড় অংশ হয়ে উঠেছেন হার্সেল প্যাটেল। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের সবচেয়ে বেশি উইকেট টেকার বোলার। সেক্ষেত্রে আজকের ম্যাচে তার জায়গা একপ্রকার নিশ্চিত বলা যেতেই পারে। হার্সেল প্যাটেলের পাশাপাশি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন আরশদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

হার্সেল প্যাটেল ছাড়া ভারতীয় দলে অভিজ্ঞ বোলারদের তালিকায় সবচেয়ে বেশী এগিয়ে রয়েছেন আরশদীপ সিং। আইপিএলের পাশাপাশি জাতীয় দলে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। মনে করা হচ্ছে, আজকের ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভারতের প্রথম একাদশ আরশদীপ সিংকে সুযোগ দিতে পারেন। তাছাড়া তৃতীয় জোরে বোলার বিকল্প হিসেবে উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমারের মধ্যে একজন সুযোগ পাবেন ভারতীয় দলে।

শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার আরেক প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন উমরান মালিক। তার জোরালো গতির বলে বিধ্বংস হয়ে যেতে পারে বিরোধীদলের ব্যাটিং শিবির। সে কারণে তৃতীয় বিকল্প হিসেবে আজকের ম্যাচে উমরান মালিকের নাম ভাবতে পারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

Related Articles

Back to top button