Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার কলকাতা বিমানবন্দরে মদ বিক্রির পথে রাজ্য সরকার, কবে থেকে খুলবে এই দোকান

Updated :  Sunday, January 8, 2023 2:03 PM

এবার পাকাপাকিভাবে কলকাতা বিমানবন্দরে বিলিতি মদ বিক্রি করতে পারে রাজ্য সরকার। আর কয়েক মাসের মধ্যেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এই দোকান চালু হয়ে যেতে পারে বলে রাজ্য আবগারি দপ্তর জানাচ্ছে। তবে বাগডোগরা বিমানবন্দরে আপাতত এই দোকান খোলা যাচ্ছে না বলে প্রাথমিকভাবে খবর মিলছে রাজ্য সরকার সূত্রে। এমনিতেই এখন কলকাতা বিমানবন্দরে ইন্টারন্যাশনাল টার্মিনালে শুল্ক বিভাগের মদের দোকান রয়েছে। সেখান থেকে ডিউটি ফ্রি মদ কিনতে পারেন যাত্রীরা।

তবে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর যে মদের দোকান খোলার পরিকল্পনা করছে তা কিন্তু ডোমেস্টিক টার্মিনালে খোলা হবে অর্থাৎ ঘরোয়া বা আন্তর্জাতিক যাত্রীরা এবার নিজেদের টার্মিনাল থেকেই মদ কিনতে পারবেন। আবগারি দপ্তর যে মদের দোকান খোলার পরিকল্পনা করছে, সেখানে কি বসে মদ খাওয়া যাবে? সূত্রের খবর আবগারি দপ্তরের এই দোকানে কিন্তু বসে মদ খাওয়ার কোন ব্যবস্থা নেই। শুধুমাত্র ওই দোকান থেকে মদ কিনতে পারবেন যাত্রীরা। কিন্তু খাওয়ার ব্যবস্থা তাদেরকেই করতে হবে।

কবে থেকে চালু হতে পারে আবগারি দপ্তরের এই মদের দোকান? আবগারি দপ্তর সূত্রে খবর, পরিকল্পনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃক অনুমোদন পেলে খুব শীঘ্রই খুলে যাবে মদের দোকান। সেটা মাস কয়েকের মধ্যে হয়ে যাবে বলে আশা করছে রাজ্যের আবগারি দপ্তর। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত তেমন কিছু জানানো হয়নি। রাজ্যের আবগারি দপ্তরের মদের দোকানে দাম কেমন হতে পারে? সূত্রের খবর এমনিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেরকম দাম রয়েছে সেই একই দামে মদ বিক্রি করা হবে এই মদের দোকানে। অর্থাৎ দামে কোনরকম হেরফের করা হবে না।