সদ্য সমাপ্ত ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা নিলামে পেয়েছেন দল, আর এরই মধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা দিল বিরাট সম্মান। ২৩ তারিখে অনুষ্ঠিত মিনি নিলামে দল পেয়েছেন ইংলিশ তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক। মিনি নিলাম থেকে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। আর চলতি মাসে আইসিসির এই বিশেষ সম্মান হ্যারি ব্রুক পেতেই খুশির জোয়ার উঠেছে হায়দ্রাবাদ শিবিরে।
২৩ বছর বয়সী হ্যারি ব্রুক চলতি মাসে আইসিসির “প্লেয়ার অফ দ্যা মন্থ” পুরস্কারে সম্মানিত হয়েছেন। আর এই সম্মানের জন্য তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটসম্যান ট্র্যাভিস হেডকে পিছনে ফেলেছেন। শুধুমাত্র তাই নয়, পাকিস্তানের মাটিতে বাবর আজমের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে এই সম্মান অর্জন করেছেন তিনি।
পাকিস্তানে আসার আগে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেও হ্যারি ব্রুক তার আক্রমণাত্মক শর্ট দিয়ে ঝড় তুলেছিলেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এরপর পাকিস্তানের মাটিতে তিনটি শত রানের ইনিংস খেলে নিজের অস্তিত্ব বুঝিয়ে দেন ইংলিশ এই তরুণ ব্যাটসম্যান। তিনি রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বিধ্বংসী ভাবে নিজের ইনিংস শুরু করেছিলেন। প্রথম ইনিংসে ১৯টি চার এবং ৫টি ছক্কা মেরে ১৫৩ রান করেছিলেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ৮৭ রান ইংল্যান্ডকে ১-০ ব্যবধানের লিড নিতে সাহায্য করে। পাশাপাশি ব্রুক মুলতানে ১০৮ এবং করাচিতে ১১১ রান করেন।
তরুণ এই ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসের উপর নির্ভর করে পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ড। একটি সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং শক্তিশালী ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা তাকে ডিসেম্বর মাসের সেরা প্লেয়ার নির্বাচিত করেছে। যা হায়দ্রাবাদ শিবিরের জন্য সুখবর বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।