খেলাক্রিকেট

Team India: ভারতীয় দলে অবহেলিত ধোনির প্রিয় ছাত্র, নির্বাচকদের কারণে জায়গা এখন মাঠের বাইরে

ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, জাতীয় দলের নির্বাচকদের অবজ্ঞার শিকার হয়েছেন দীপক চাহার।

Advertisement

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিরাটদের লক্ষ্য এখন ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয়। ইতিমধ্যে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আজ শ্রীলংকানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ২২ গজের সবুজ ময়দানে নামতে চলেছে রোহিত শর্মারা।

এদিকে শ্রীলংকার পক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের দুটি সিরিজ সমাপ্ত হওয়ার আগেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১৮ই জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে মাঠে নামবে ভারত। পাশাপাশি ২৭ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে আসন্ন দুটি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনির প্রিয় ছাত্র দীপক চাহার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা।

আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি সিরিজের কোনটিতে রাখা হয়নি দীপক চাহারের নাম। শেষবারের মতো ভারতের হয়ে দীপক চাহার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৭ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলেছিলেন দীপক চাহার। তবে তিনটি ম্যাচ খেলে মাত্র এক উইকেট নিয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। স্বভাবতই বল হাতে ধারাবাহিক ফ্লপ হওয়ার পর বাদ পড়েছেন জাতীয় দল থেকে।

তবে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, জাতীয় দলের নির্বাচকদের অবজ্ঞার শিকার হয়েছেন দীপক চাহার। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অন্যতম বিশ্বাসযোগ্য বোলার দীপক। যখনই উইকেটের প্রয়োজন হয় তখন দীপক চাহারের হাতে বল তুলে দিতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের প্রাক্তন অধিনায়কের এমন আজ্ঞাবহ ছাত্রকে কিভাবে ভারতীয় দলের নির্বাচকরা দল ছাড়া করল তা ভেবে পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Back to top button