গতকাল হায়দ্রাবাদের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ১২ রানে পরাজিত করে চলমানরত ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। হাই-স্কোরিং ম্যাচে একাধিক রেকর্ডে সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের দ্বারা। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল। শুধু তাই নয়, সবচেয়ে কম ইনিংস খেলে ব্যক্তিগত হাজার রান সংগ্রহ করার ক্লাবে দ্বিতীয় স্থানে নিজের নাম লিখেছেন তিনি।
এদিকে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ স্বচক্ষে দেখার জন্য মাঠে উপস্থিত ছিল ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের পরিবারবর্গ। ম্যাচে মোহাম্মদ সিরাজের বিধ্বংসী পারফরমেন্স দেখে তার মা রীতিমতো আপ্লুত হয়ে পড়েন। এমনকি খেলার শেষে মোহাম্মদ সিরাজকে নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি। তিনি বলছেন, ‘আমি চাই আমার ছেলে ভারতের হয়ে ভালো পারফর্ম করুক এবং বিশ্বকাপেও খেলুক।’
আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন সাধারণ ছেলে। জানলে আরও অবাক হবেন, মোহাম্মদ সিরাজের ছিলেন বাবা পেশায় একজন অটো ড্রাইভার। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেটি নিজের পরিশ্রম এবং কঠোর সাধনার ফলে প্রথমে আইপিএল এবং পরে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেন।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে ভারতের হাতে জয় তুলে দেন তিনি। যেখানে এক সময় মনে হচ্ছিল খুব শীঘ্রই ম্যাচ থেকে ছিটকে যাবে ভারত, ঠিক তখনই সেট ব্যাটসম্যান আউট করে ভারতকে জয়ের কাছে পৌঁছে দেন তিনি। তিনি তার ১০ ওভারে মাত্র ৪৬ রান ব্যয় করে মূল্যবান ৪ উইকেট তুলে নেন। এছাড়া শ্রীলংকার বিপক্ষে শেষ ওডিআই-তেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় এই উইকেট টেকার বোলার।