Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

T20 World Cup: ইংল্যান্ডকে হারিয়ে T20 বিশ্বকাপ জয় ভারতের! কোহলি-রোহিতদের উড়িয়ে বিরাট কৃতিত্ব অর্জন অনূর্ধ্ব-১৯ মহিলা দলের

Updated :  Sunday, January 29, 2023 8:13 PM

বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের প্রথম আসরেই বিশ্ব চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। শেফালির হাত ধরে প্রথমবার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তুলল ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। পচেস্ট্রুমের বাইশ গজে ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা (Indian Womens Under 19 Cricket Team) দল। শক্তিশালী ইংল্যান্ডকে একপ্রকার সার্কাসের জোকার বানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পূরণ করল শেফালী বর্মারা।

রবিবারের মেগা ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটের নয়া ইতিহাস গড়ার কৃতিত্ব অর্জন করল ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ব্যাটিং হোক বা বোলিং, কোনও বিভাগেই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারেনি ইংল্যান্ড। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শেফালী এবং সেমিফাইনাল ম্যাচে ৪৫ বলে ৬১ রান করা শ্বেতা শেরাওয়াত (Shweta Sehrawat) এদিন ফাইনাল ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ প্রমাণিত হন।

জয়ের খুব কাছে থেকেও ভারত প্রথমেই ওপেনিং জুটি হারিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে। তবে তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন সৌম্যা তিওয়ারি (Soumya Tiwari) ও গোঙ্গাডি তৃষা (Gongadi Trisha)। আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মহিলা দল এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৬৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় উইকেটে ভারতের ৪৬ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৪ ওভারে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের তরুণ প্রজন্মের মহিলা ক্রিকেট দল।