Maruti suzuki Alto 800 গাড়ি টেক্কা দিচ্ছে টাটা কোম্পানির বিভিন্ন গাড়ির সঙ্গে, পেয়ে যাবেন ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ
Hyundai এর মতো গাড়ির কোম্পানিকে ওভারটেক করছে মারুতি সুজুকি
আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় গাড়ির মার্কেটে সব থেকে জনপ্রিয় গাড়ির কোম্পানি হল মারুতি সুজুকি। এই কোম্পানির প্রতিটি গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ফিচার এবং তার সাথেই থাকছে পাওয়ারফুল ইঞ্জিন সেটআপ। Hyundai এবং টাটার মধ্যে প্রত্যেকটি কোম্পানিকে নিজেদের গাড়ির মাধ্যমে ওভারটেক করছে মারুতি সুজুকি। এই মুহূর্তে মারুতি সুজুকি কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ি হল বি এস সিক্স ইঞ্জিন যুক্ত মারুতি সুজুকি alto 800। এই গাড়িটি এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ির তালিকায় রয়েছে একেবারে উপরের দিকে। যদি আপনিও এই গাড়িটি কিনতে চান তাহলে আপনাকে এই গাড়ির ব্যাপারে সমস্ত তথ্য জানতে হবে।
মারুতি সুজুকি কোম্পানির এই গাড়িতে দারুন ডিজাইনের বাম্পার এবং সাইড ফেন্ডার আপনি পাচ্ছেন। এই গাড়িতে আপনারা ড্যাশবোর্ড এবং সিটে ডুয়াল থিম কালার দেখতে পাবেন। সাদা এবং কালো রঙে এই গাড়িটি সাজানো হয়েছে। এছাড়াও এই গাড়ির ইঞ্জিনে বিএস ৬ মানকের সমস্ত ফিচার দেওয়া হয়েছে এবং তার সাথেই রয়েছে বেশ কিছু পরিবর্তন। এর সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন।
এই গাড়িতে আপনারা ড্রাইভার এয়ার ব্যাগ, এবিএস সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, ড্রাইভার এবং কো ড্রাইভার সিট বেল্ট রিমাইন্ডার অ্যালার্ট পাচ্ছেন। এছাড়াও এই গাড়িতে আপনারা ব্লুটুথ সিস্টেমে চলা স্মার্ট প্লে ডক ব্যবহার করতে পারছেন। এই গাড়ির টপ ভেরিয়েন্টে আপনারা কি লেস এন্ট্রি এবং আরো কিছু ধামাকা তার ফিচার দেখতে পাচ্ছেন। এই গাড়ির ইঞ্জিনটি ৭৯৬ সিসি ক্ষমতা বিশিষ্ট। এই ইঞ্জিনটি ৬৯ ন্যানোমিটার টর্ক এবং ৪৭ বিএইচপি পাওয়ার তৈরি করতে পারে। এছাড়াও এই গাড়ির হার্ডওয়ার এবং সফটওয়্যার লেভেলে বেশ কিছু পরিবর্তন রয়েছে।
এই গাড়ির দাম মোটামুটি ২.৯৪ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে এবং ৩.৫ লক্ষ টাকার মধ্যে এই গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। যদি আপনি এই গাড়ির একটি মডিফাইড ভার্সন কিনতে চান তাহলে আপনাকে ৩.৭২ লক্ষ টাকা খরচ করতে হবে। তবে আগে maruti suzuki alto গাড়ির দাম শুরু হতো ২.৬৭ লক্ষ টাকা থেকে। এখন এই গাড়িটি আগের থেকে বেশ কিছুটা দামি হয়ে গিয়েছে।