Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Hanuma Vihari: ভেঙে গিয়েছে কব্জি, তবুও এক হাতে লড়াই চালালেন ‘লড়াকু’ হনুমা বিহারী

Updated :  Thursday, February 2, 2023 3:23 PM

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সিডনি ইনিংসের কথা নিশ্চয়ই সবার মনে আছে। হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে বুক ফুলিয়ে লড়াই করেছিলেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী। নিশ্চিত পরাজয়ের মুখ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। সেই দৃশ্য এবার আরও একবার প্রত্যক্ষ করল বিশ্ব ক্রিকেট। তবে কোন আন্তর্জাতিক ম্যাচে নয়, রঞ্জি ট্রফিতে বুক ফুলিয়ে লড়লেন হনুমা বিহারী।

জোরে বোলার আবেশ খানের প্রচন্ড গতির বলে ভেঙে গেছে বাঁ-হাত! তবুও লড়াই চালিয়ে গেলেন হনুমা বিহারী। ঘটনাটি ঘটেছে রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যকার চলাকালীন ম্যাচে। ইতিমধ্যে হনুমা বিহারীর সেই বীরত্বের সাথে লড়াই করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাত ভেঙেছে তবুও লড়াই করতে থামছেন না ভারতীয় এই ক্রিকেটার।


সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া বোধ হয় একেই বলে। মধ্যপ্রদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারীর লড়াই দেখে কুর্নিশ করছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। ব্যক্তিগত ১৬ রানে আবেশ খানের বাউন্সারে বাঁহাতের কব্জি ভেঙে যায় হনুমার। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। তবে দলের বিপদে সবাইকে হতবাক করে দিয়ে শেষ উইকেটে মাঠের প্রত্যাবর্তন করেন তিনি।

শুধু তাই নয়, চিরাচরিত ব্যাটিং স্টাইল পাল্টে বাঁ-হাতে ব্যাটিং শুরু করেন তিনি। তবে পেসার আবেশ খানের বিরুদ্ধে তার এক হাতের ব্যাটিং দেখে রীতিমতো হতবাক হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। পুরো টেপ জড়িয়ে রেখেছিলেন বাঁহাতে। মাঠ ছেড়ে বাইরে এসে যখন তার হাতে স্ক্যান করা হয় তখন দেখা যায় কব্জি থেকে ভেঙেছে হাত। মেডিকেল টিমের তরফ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রায় ৬ সপ্তাহ সময় লাগবে হনুমা বিহারীর।