খেলাক্রিকেট

Kapil Dev: ‘আমি গিয়ে ওকে সজোরে চড় মারবো’, টিম ইন্ডিয়া এই খেলোয়াড়ের উপর রেগে গেলেন কপিল দেব

ঋষভ পন্থের অনুপস্থিতিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে মনে করছেন কপিল দেব।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব এদিন ভারতের এক তরুণ ক্রিকেটারের উপর রেগে গেলেন। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই ক্রিকেটারকে সজোরে চড় মারার ঘোষণা দেন। তার এই বক্তব্য রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কি এমন মন্তব্য করেছেন যার জন্য গোটা ক্রিকেট বিশ্ব এখন তোলপাড়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এদিন টিম ইন্ডিয়ার তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ঋষভ পন্থ আগে সুস্থ হয়ে উঠুক তারপর আমি গিয়ে ওকে একটা সজোরে চড় কষিয়ে দেবো। আপনি কিভাবে দলের সঙ্গে এমন কাজ করতে পারেন? যেখানে আপনাকে ছাড়া ভারতীয় দল ভারসাম্যহীন। আপনার উচিত ছিল সযত্নে ভ্রমণ করা। আজ আপনার গাফিলতিতে ভারতীয় দল বিপদের মধ্যে রয়েছে। একজন সফল ক্রিকেটার কখনো এমন ব্যবহার করেন না।’

উল্লেখ্য, ঋষভ পন্থের উদ্দেশ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের এমন মন্তব্যের কারণ দুর্ঘটনায় পড়ে জাতীয় দল থেকে ঋষভ পন্থের ছিটকে যাওয়া। আপনাদের জানিয়ে রাখি, ২০২০ সালের ডিসেম্বরে দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের উইকেট রক্ষক। বিগত এক মাসের বেশি সময় ধরে দিল্লির একটি নামকরা বেসরকারি হসপিটালে চিকিৎসা রত রয়েছেন ঋষভ পন্থ। তার হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ফলে ইতিমধ্যে একটি অস্ত্রপাচার করেছেন ওই হসপিটালের ডাক্তাররা।

এদিকে তার অনুপস্থিতিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দল ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে মনে করছেন কপিল দেব। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ঋষভ সাফল্য না পেলেও টেস্ট ক্রিকেটে তার রেকর্ড সম্পূর্ণ নজর কাড়া। উল্লেখ্য, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জিততেই হবে। আর এই কারণে ঋষভ পন্থের উপর রেগে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Related Articles

Back to top button