বর্তমানে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে একটি বিষয় নিয়ে সমালোচনার তোলপাড় চলছে। আর সেই বিষয়টিতে নাম লিখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত নাগপুর টেস্টের প্রথম দিনে লজ্জাজনক এই অপবাদটি গায়ে মেখেছেন জাদেজা। আসলে ম্যাচ চলাকালীন বল টেম্পারিংয়ের মত জঘন্য ঘটনার সাথে নাম জড়িয়েছে ভারতীয় এই ক্রিকেটারের। তবে সেই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন রবীন্দ্র জাদেজা সহ ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিকে কয়েক সেকেন্ডের সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, হাতে কিছু একটা নিয়ে আঙ্গুল তথা বলের উপরিভাগের কিছুটা অংশে ঘষার চেষ্টা করছেন রবীন্দ্র জাদেজা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ এক হাতে বোলিং করার দরুন রবীন্দ্র জাদেজা তার আঙুলে ব্যথা অনুভব করেন। তাই বোলিং করতে যাওয়ার আগে মোহাম্মদ সিরাজের নিকট থেকে ব্যাথা উপশম মালিশ চেয়ে নিয়ে সেটা আঙুলের লাগান তিনি।
বল টেম্পারিংয়ের মত জঘন্য ঘটনার সাথে রবীন্দ্র জাদেজার নাম জড়াতেই বিষয়টি রীতিমতো ভাইরাল হয়েছে ভারতীয় ক্রিকেটে। আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে ম্যাচের প্রথম দিনেই ৫ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। পাশাপাশি, ব্যাট হাতে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন তিনি।
এদিকে বলের সাথে কাটছাঁট করার অপরাধে রবীন্দ্র জাদেজা শাস্তির মুখে পড়বেন কিনা তা নিয়ে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, যদি এই দোষে তার শাস্তি হয় তবে আসন্ন আইপিএলের মেগা আসর মিস করবেন ভারতীয় এই অলরাউন্ডার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখে জানানো হয়েছে, বল টেম্পারিংয়ের সাথে কোনভাবে যুক্ত নন রবীন্দ্র জাদেজা। ফলে আসন্ন আইপিএলে তার গায়ে চেন্নাইয়ের জার্সি উঠতে কোনরকম বাধা নিষেধ রইল না।