খেলাক্রিকেট

IPL 2023: বড় ধাক্কা মুম্বাই শিবিরে, চোটের কারণে IPL খেলবেন না বুমরাহ! তবে কি বিশ্বকাপেই ঘটবে প্রত্যাবর্তন?

পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসছে জসপ্রিত বুমরাহর আরও সময় লাগবে। পিঠে গুরুতর চোটের কারণে আরও একবার অস্ত্রপাচার করা হতে পারে।

Advertisement

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক গুরুত্বপূর্ণ তথ্যের পর একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। আগামী ৩১ শেষ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের মেগা আসরে খেলবেন না ভারতের তারকা বোলার জসপ্রিত বুমরাহ। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই শিবিরে।

আপনাদের জানিয়ে রাখি, ২৫ সেপ্টেম্বর, ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বুমরাহ। এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরেই রয়েছেন এই জোরে বোলার। উল্লেখ্য, গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে গুরুতর চোট পান জসপ্রিত বুমরাহ। এরপর তাঁর পিঠে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। তবে তিনি পুরোপুরি ফিট না হওয়ার জন্য এশিয়া কাপেও জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আরও বলা হয়েছে, পুরোপুরি ফিট হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরে আসছে জসপ্রিত বুমরাহর আরও সময় লাগবে। পিঠে গুরুতর চোটের কারণে আরও একবার অস্ত্রপাচার করা হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যের পর একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে মুম্বাই শিবিরে। আইপিএলের মেগা আসর শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। এত দ্রুত কিভাবে কাম ব্যাক করবেন জসপ্রিত বুমরাহ? ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলে নয় বরং আসন্ন ওডিআই বিশ্বকাপের আসরে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি।

Related Articles

Back to top button