অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি ম্যাচে ভারতের রমরমা থাকলেও গতকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। ইন্দোর টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়া শক্তিশালী অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংসটি আসে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। তবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ওপর দাদাগিরি দেখাতে শুরু করে।
প্রথম দিনেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের বিপক্ষে দ্রুত রান করতে শুরু করে। ম্যাচের এই পরিস্থিতি দেখে ভারতীয় স্পিনারদের রীতিমতো কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তিনি এদিন বলেন, ভারতের ব্যাটিং ইনিংসের সময় অস্ট্রেলিয়ান বোলাররা যেমন লাইন, লেন্থ বজায় রেখে বোলিং করেছেন, ভারতীয় স্পিনাররা সেই কাজটি করতেই ভুলে গেছেন। তা না হলে কম রান করেও ভারত সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকতো।
স্পিনারা নিজেদের লাইন, লেন্থ ভুলে গতানুগতিক বোলিং করেছে। আর তার ফল ভোগ করেছে টিম ইন্ডিয়া। একজন স্পিনারের সব সময় উচিত সঠিক লেন্থে বোলিং করা। তবে প্রথম চা বিরতির আগে পর্যন্ত ভারতীয় স্পিনারা সেই কাজটি করেননি। যদিও চা বিরতি শেষে রবীন্দ্র জাদেজা নিজের সঠিক লাইন এবং লেন্থ খুঁজে পেয়েছেন। আর সেই কারণেই পরপর ৪টি উইকেট নিজের নামে করতে সক্ষম হয়েছেন তিনি।
তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটে স্পিনাররা সর্বদা ভয় পান সুইপ শর্টের। একটু লাইন-লেন্থের গরমিল হলেই চার রান ধরা বাঁধা। সে কারণে ব্যাটসম্যান যাতে সুইপ শর্ট না খেলে তার জন্য আপনাকে ভালো লেন্থে বল করতে হবে। আপনি অস্ট্রেলিয়ায় খেলুন বা ভারতে। ভালো লেন্থের বোল সবসময়ই বোলারের পক্ষে ফলাফল নিয়ে আসে। যদি ভারতীয় স্পিনাররা যদি ভালো লাইন-লেন্থে বল করতেন, তাহলে ভারত ৪টির পরিবর্তে ৭টি উইকেট পেত। সেক্ষেত্রে কম রান করেও সম্মানজনক স্থানে থাকতো ভারত।