ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক DRS নেওয়ার মুকুট এবার বাংলাদেশের মাথায় উঠলো। ইংল্যান্ডের বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল এমন একটি রিভিউ নিয়েছেন, যা বর্তমানে ক্রিকেটপ্রেমীদের হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল সমালোচিত হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
এদিন ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 132 রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে 2-0 তে লিড নিয়েছে। বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয় শুরু থেকেই ম্যাচের বাইরে বেরিয়ে যায় টাইগাররা। প্রথমে ব্যাটিং করে ইংলিশ ক্রিকেটাররা বাংলাদেশের সামনে 327 রানের বিরাট লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। জবাবে ব্যাটিং করতে নেমে 194 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
What prize do Bangladesh get for making the worst LBW review call in the history of cricket? pic.twitter.com/SfJWRdCpXc
— Jon Reeve (@jon_reeve) March 3, 2023
তবে মজার ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের 48 তম ওভারে। বল হাতে তখন বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশী বোলারের একটি ইয়র্কার বল থামানোর চেষ্টা করেন ইংলিশ ক্রিকেটার আদিল রশিদ। সফলতার সাথে তিনি তার ব্যাটের মধ্যভাগ দিয়ে বলটি প্রতিরোধ করেন। আর সেখানেই DRS সুবিধা নেওয়ার জন্য আম্পায়ারের শরণাপন্ন হন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
Worst DRS review for LBW ever by Bangladesh! #ecb #BANvsENG pic.twitter.com/kBdX5bvPBs
— Ralph Rimmer (@razorr69) March 3, 2023
বিষয়টি তৃতীয় আম্পায়ারের চোখে আসতেই বিষয়টি রিপ্লে করে পর্যবেক্ষণ করেন তিনি। আর সেই রিপ্লে দেখা গেছে ক্রিকেট জগতের সর্বাপেক্ষা খারাপ রিভিউ নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আসলে বলটি প্যাড কিংবা গ্লাভসে নয়, বরং আদিল রশিদ ব্যাটের মধ্যভাগ দিয়ে বলটি প্রতিরোধ করেছিলেন। আর সাথে সাথেই বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের এমন সিদ্ধান্তের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।