খেলার মাঠে হোক কিংবা রাজনৈতিক ময়দানে, পাকিস্তান সর্বদা আফগানিস্তানকে নিজের বন্ধু রাষ্ট্র ভেবে এসেছে। যদি দৃষ্টিকোণ পাল্টানো যায়, তবে দেখা যাবে আফগানিস্তানের জনগণ পাকিস্তানকে নিজেদের সবচেয়ে কাছের বন্ধু ভাবে। তবে সেই বন্ধুত্বের মধ্যে বিগত বেশ কয়েকদিন ধরে তিক্ততা দেখা গেছে। যার কারনে রাজনৈতিক হোক কিংবা খেলার মাঠ, সর্বত্রই দূরত্ব বেড়ে চলেছে পাশাপাশি এই দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে।
এবার খেলার ময়দানেও দূরত্ব বাড়তে চলেছে আফগানিস্তান ও পাকিস্তান দর্শকের মধ্যে। আগামী ২৫শে মার্চ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তানের দল। আর সেই ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ইতিপূর্বে কখনোই দেখা যায়নি ক্রিকেটের ইতিহাসে।
বিগত কয়েক মাস ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে তিক্ততা বাড়ার ফলে তার প্রতিক্রিয়া দেখা গেছে ক্রিকেটের স্টেডিয়ামে। বিভিন্ন সময় গ্যালারিতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে দুই দেশের সমর্থক। তাই এবার আরব আমিরাত সিদ্ধান্ত নিয়েছে, দুই দেশের দর্শকের জন্য আলাদা আলাদা গ্যালারির ব্যবস্থা করা হবে। যেন আফগানিস্তান এবং পাকিস্তানের দর্শকরা একই গ্যালারিতে অবস্থান করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার ব্যবস্থা করছে আরব আমিরাত।
আপনাদের জানিয়ে রাখি, আসন্ন এই সিরিজে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, শাহীন আফ্রিদি, ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের মতো সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। বাবর আজমের পরিবর্তে পাকিস্তানের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শাদাব খানের হাতে। তবে ওডিআই সিরিজ শেষে বাবর আজম দলে ফিরলে পুরনো নিয়মে তিনি অধিনায়কত্ব করবেন পাকিস্তানের জন্য। যদি আফগানিস্তানের বিপক্ষে ওডিআই ম্যাচের কথা বলি, তবে সিরিজের প্রথম ম্যাচ ২৫শে মার্চ, দ্বিতীয়টি ২৭শে মার্চ এবং তৃতীয়টি ২৯শে মার্চ অনুষ্ঠিত হবে।