নিউজরাজ্য

Local Train Cancel: ফের ভোগান্তি ট্রেনযাত্রীদের, শনি ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়, দেখুন তালিকা

২৫ তারিখ রাত ১০ টা থেকে ২৬ মার্চ রাত ৯ টা পর্যন্ত প্রচুর ট্রেন বাতিল থাকবে

Advertisement

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আর শেষ কয়েকদিনে যেন এই সমস্যা কাটছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদা শাখায়। এবার ফের ট্রেন বাতিল করার নোটিশ দিল শিয়ালদহ ডিভিশন।

রেল সূত্রে খবর, চলতি সপ্তাহেই শনি ও রবিবার একগুচ্ছ লোকাল বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। রক্ষাণাবেক্ষণের কাজ চলবে ইছাপুর ও নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে। কাজ চলবে ২৫ তারিখ রাত ১০ টা থেকে ২৬ মার্চ রাত ৯টা পর্যন্ত। এই কারণেই শিয়ালদাহ-নৈহাটি, শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-শান্তিপুর রুটে তিনজোড়া লোকাল বাতিল থাকছে শনিবার। ট্রেন বাতিল থাকছে রবিবারও। বাতিলের তালিকায় থাকছে ৫ জোড়া শিয়ালদাহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল। বাতিল একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা – গেদে এবং দমদম জং – ব্যারাকপুর লোকাল।

সপ্তাহের শেষে এই ট্রেন বাতিল থাকায় খুব একটা সমস্যায় পড়তে হবে না অফিসযাত্রীদের। কিন্তু তাও ছুটির দিনে অনেকেই ভ্রমণ করে থাকেন। তাদের বেশ সমস্যায় পড়তে হবে অনেক লোকাল ট্রেন বাতিল থাকায়। এরআগে ১৪ মার্চ পর্যন্ত এই লাইনে অনেক ট্রেন বাতিল ছিল। সপ্তাহ ঘুরতেই আবার শুরু হল ট্রেন বাতিল। বারবার ট্রেন বাতিল হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

Related Articles

Back to top button